আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কেরানিগঞ্জের কারাগারে যাচ্ছে খালেদা জিয়ার মামলা
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলাগুলোর বিচার কার্যক্রম কেরানিগঞ্জের নতুন কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এতদিন এসব মামলার বিচার কার্যক্রম পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে চলছিল।
তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই আদালত কেরানিগঞ্জের কারাগারে স্থানান্তরিত হচ্ছে।
দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বিবিসি বাংলাকে বলেছেন, ''বিশেষ আদালত কেরানিগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে খালেদা জিয়ার মামলাগুলোর বিচার কার্যক্রম সেখানেই হবে।''
তিনি জানান, পরবর্তী শুনানি কার্যক্রম কেরানিগঞ্জে স্থাপিত এজলাসেই হবে।
আরো পড়ুন:
দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলার বিচার কার্যক্রম চলছে এই আদালতে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায়ে খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। পরে রাষ্ট্রপক্ষের আপিলে হাইকোর্ট দণ্ড বাড়িয়ে ১০ বছর করে।
অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছরের ২৯ অক্টোবর খালেদা জিয়ার ৭ বছর কারাদণ্ড হয়েছে।