নিউইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০১৯, যেখানে নামীদামী সব তারকার হাজির হয়েছিলেন বিচিত্র সব পোশাক পরে।
প্রতি বছর এই ইভেন্ট আয়োজন করা হয় ভিন্ন ভিন্ন সব থিম নিয়ে।
আর এ বছর মেট গালার থিম ছিল "ক্যাম্প: নোটস অন ফ্যাশন"। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের লেখক ও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সুজান সোনট্যাগের লেখা "নোটস অন ক্যাম্প" দ্বারা অনুপ্রাণিত হয়ে এবারের মেট গালার থিম নির্ধারণ করা হয়।
এবারের ইভেন্টের পোশাক ছিল "ব্যঙ্গ, বিদ্রূপ, রসিকতা, বিশেষ সময় বা চিত্রকর্মের কৌতুকময় বা বিদ্রূপাত্মক, নাটকীয় উপস্থাপনা"র ওপর ভিত্তি করে।
অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত শিল্পী লেডি গাগা হাজির হন গোলাপি পোশাক পরে। প্রথম দেখায় তাঁর ওই পোশাক যেমন মনে হচ্ছিল, শেষটায় সেটাই কিন্তু তাঁর একমাত্র পোশাক ছিল না।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, লেডি গাগা ছিলেন ইভেন্টের উপস্থাপকদের একজন - অনুষ্ঠানে তিনি আসেন গোলাপি রঙের এমন গাউন পরে
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, গোলাপি গাউন খুলে ফেলার পর কালো রঙের গাউনে দেখা যায় লেডি গাগাকে, এটা তাঁর দ্বিতীয় পোশাক
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, এরপর বেরিয়ে এলো কালো গাউনের নিচে থাকা এই 'স্লিম ফিট' গোলাপি পোশাকটি - লেডি গাগার তৃতীয় পোশাক
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ... আর ওই পোশাকটি খুলে ফেলার পর দেখা গেল তাঁর সবশেষ পোশাকটি
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, উপস্থাপকদের মধ্যে ছিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, যিনি নিওন-হলুদ রঙের গাউন পরে - সাথে পরেছিলেন নাইকির অনুশীলনের জুতা, যার রঙ ছিল হলুদ
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, শিল্পী জেনিল মোনে এমন এক পোশাক পরে হাজির হয়েছিলেন, যেটার একপাশে আছে "জ্বলজ্বলে চোখ"
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, কেনিয়ার অভিনেত্রী লুপিতা নিয়োঙ্গো
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, অভিনেতা এজরা মিলার অভিনব মেকাপ করে হাজির হয়েছিলেন
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, অভিনেতা মাইকেল উরি নারী-পুরুষ উভয়ের পোশাকে
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, কেটি পেরি ছিলেন ঝাড়বাতির পোশাকে
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ভারতীয় সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া, সঙ্গে স্বামী সঙ্গীত শিল্পী নিক জোনাস
ছবির উৎস, AFP
ছবির ক্যাপশান, তাদের পরপরই এসেছিলেন নিকের বড় ভাই জো, আর তাঁর একেবারে নতুন বউ, গেমস অব থ্রোনস তারকা সোফি টারনার
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, কারদাশিয়ান পরিবারের সবাই একসঙ্গে
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বলিউড তারকা দিপীকা পাড়ুকোন বার্বির পোশাকে
ছবির ক্যাপশান, শিল্পী বিলি পোর্টার পাখির মতো পোশাকে অনুষ্ঠানে প্রবেশ করেন
ছবির উৎস, AFP
ছবির ক্যাপশান, কালো পোশাক আর সাহসী মেক-আপে লেভার্ন কক্স
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, অনুষ্ঠানের তৃতীয় উপস্থাপক হ্যারি স্টাইলস, তাঁর পোশাক ছিল কালো ব্লাক টপ আর উঁচু করে পরা ট্রাউজারস
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, আলেহান্দ্রো মিশেল - অনুষ্ঠানের শেষ উপস্থাপক, পরে ছিলেন গুচির পোশাক
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, সঙ্গীত তারকা সেলিন ডিওন
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, অভিনেতা জ্যারেড লেটো বিশ্বাস করেন একটির চেয়ে বরং দুটো মাথা থাকা ভালো
ছবির উৎস, AFP
ছবির ক্যাপশান, মার্কিন 'ড্র্যাগ কুইন' অ্যাকোয়ারিয়া-র ছিলো রাঙানো চুল
ছবির উৎস, AFP
ছবির ক্যাপশান, ... আর পালক শোভিত হয়ে ঝলমলে ছিলেন অভিনেত্রী ইয়ারা শাহিদী
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, থিয়েটার মালিক জর্ডান রোথ নিজেকে একটা থিয়েটার হল বানিয়েছেন
ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান, মেট গালার প্রধান উপস্থাপক ভোগ সম্পাদক অ্যানা উইনটর