বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও সমস্যা

ছবির উৎস, Getty Images
বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী ফেসবুকে ঢুকতে পারছেন না। রোববার সকাল থেকেই এই সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ইউরোপের অনেক ফেসবুক ব্যবহারকারী। একই ধরণের সমস্যার কথা জানাচ্ছেন বিশ্বের আরও বহু দেশের মানুষ।
ডাউনডিটেক্টর ডট কম নামের একটি সাইট জানাচ্ছে, ইউরোপ-সহ অনেক দেশেই ফেসবুকের সাইট ঢোকা যাচ্ছে না। ডাউনডিটেক্টর বিভিন্ন জনপ্রিয় ইন্টারনেট সাইটের 'আউটেজ' মনিটর করে।
ডাউনডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, ফেসবুকে যে লগ ইন করা যাচ্ছে না, এমন নয় হাজারের বেশি রিপোর্ট ইতোমধ্যে তাদের কাছে এসেছে। মূলত ইউরোপেই এই ঘটনা বেশি ঘটেছে।

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের অনেক ব্যবহারকারীও একই ধরণের সমস্যায় পড়েছেন বলে জানাচ্ছেন।
শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও একই ধরণের সমস্যার কথা জানা যাচ্ছে।
ফেসবুকের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এমন 'আউটেজ' ঘটেছিল গত মার্চে। প্রায় ২৪ ঘন্টা ধরে তখন অনেকে ঠিকমত ফেসবুকে লগইন করতে পারেন নি।
তবে এবারের ঘটনার ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কোন ভাষ্য এখনো পাওয়া যায়নি।




