বিভেদ পেরিয়ে: সুন্নি-আহমদীয়া ইসলাম ধর্মবিশ্বাস এবং মুসলিম-অমুসলিম বিতর্ক
পৃথিবীর নানা দেশে ভিন্ন মত, ভিন্ন পথ এমনকি সংঘর্ষে লিপ্ত বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠিকে এক সাথে করে তাদের ভিন্নতা, মিল-অমিল নিয়ে কথা বলার জন্য বিবিসি আয়োজন করেছে একটি বিশেষ মৌসুম - বিভেদ পেরিয়ে।
বাংলাদেশে মুসলমানরা মূলত: সুন্নি মতাদর্শে বিশ্বাসী। আর সুন্নি মতাদর্শে বিশ্বাসীরা সাধারণভাবে আহমদীয়া বা আহমদীয়া মুসলিম জামাতের সদস্যদের মুসলমান হিসেবে স্বীকার করেন না। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য আন্দোলনও করছে কোন কোন গোষ্ঠি। সহিংসতাও হয়েছে আহমদীয়াদের বিরুদ্ধে।
কিন্তু কী নিয়ে এই ভিন্নতা?
ধর্মবিশ্বাস, মুসলিম-অমুসলিম বিতর্ক এবং আরো কিছু বিষয় নিয়ে মুখোমুখি কথা বলতে বিবিসি বাংলা আমন্ত্রণ জানিয়েছিল আল কুরআন রিসার্চ অ্যান্ড রিসাইটেশন সোসাইটির চেয়ারম্যান সাইয়্যিদ জুলফিকার জহুর এবং বাংলাদেশে আহমদীয়া মুসলিম জামাতের মুবাল্লিগ-ইন-চার্জ আব্দুল আউয়াল খান চৌধুরীকে।
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post




