আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নিরাপদ সড়ক: ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছেন
ঢাকার নর্দ্দার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদের মৃত্যুর ঘটনায় আজও (বুধবার) রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকাল ৯টার পর থেকেই বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।
সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় বিক্ষোভ অব্যাহত রাখবেন তারা।
গতকাল (মঙ্গলবার) শিক্ষার্থীরা পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা ও ঝুঁকিপূর্ণ স্থানে আন্ডারপাস, ফুটওভারব্রীজ, স্পীডব্রেকার নির্মাণসহ আট দফা দাবি উপস্থাপন করেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বিক্ষোভরত শিক্ষার্থীদের আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে আসেননি।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা।
কী বলছেন মেয়র আতিকুল ইসলাম?
সকাল সাড়ে ১১টার দিকে মেয়র মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে যান।
এসময় মেয়র আতিকুল নর্দ্দায় অবস্থানরত শিক্ষার্থীদের কাছে নিরাপদ সড়ক নিশ্চিত করা ও গণপরিবহন ব্যবস্থার সংস্কারের জন্য তাদের পরিকল্পনার বিষয়ে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহবান জানান।
ঢাকার বাস পরিবহন ব্যবস্থা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করা, ঝূঁকিপূর্ণ স্থানে ওভারব্রিজ তৈরি করা ও চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস ইস্যু করার বিষয়ে নীতিমালার প্রয়োগ নিশ্চিত করার আশ্বাস দেন মেয়র আতিকুল হক।
ঢাকা মেট্রোপলিপন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়াও সেসময় বিক্ষোভরত শিক্ষার্থীদের ধৈর্য্য ধরার আহবান জানান।
এরপর মেয়র শিক্ষার্থীদের কয়েকজনের সাথে আলোচনার জন্য তাদের নিজের কার্যালয়ের দিকে নিয়ে যান।
ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ
ঢাকার নর্দ্দা ছাড়াও ফার্মগেট ও শাহবাগেও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।