ঢাকায় আবার সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্ঘটনার পর বসুন্ধরা আবাসিক এলাকার সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা
ছবির ক্যাপশান, দুর্ঘটনার পর বসুন্ধরা আবাসিক এলাকার সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা

ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় বাসের চাপায় একজন বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল ৭টার পরপর রাস্তা পার হতে গিয়ে দু'টি বাসের মধ্যে পিষ্ট হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার আহমেদ।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার পর কান্নায় ভেঙে পরেন আবরারের সহপাঠীরা
ছবির ক্যাপশান, দুর্ঘটনার পর কান্নায় ভেঙে পরেন আবরারের সহপাঠীরা

ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান বিবিসি বাংলার সংবাদদাতা ফয়সাল তিতুমীরকে জানান সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ আগে রাস্তার বিপরীত দিক থেকে চিৎকার শুনতে পান।

মি. নুরুজ্জামান বলেন, "রাস্তা পার হয়ে দু'টি বাসের মধ্য থেকে একটা ছেলের দেহ বের করতে দেখি। দুই বাসের মধ্যে পড়ে থেতলে গিয়েছিল তার শরীর।"

মি. নুরুজ্জামান বলেন দু'টি বাসের মধ্যে পিষ্ট হওয়ার পর ছেলেটিকে নিয়েই বেশ কিছুটা দূরত্ব পার করে বাস দু'টি।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন রাস্তা পার করার সময় জেব্রা ক্রসিংয়ের ওপরই আবরারকে চাপা দেয় একটি বাস, যাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের একটি বাস শিক্ষার্থীদের নিতে ঐ এলাকায় আসে। বসুন্ধরা নিবাসী আবরার রাস্তার একপ্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

ঘটনাস্থলে নিহত আবরারের বাবাও উপস্থিত ছিলেন। তিনি রাস্তার একপ্রান্তে দাঁড়িয়েছিলেন এবং আবরার রাস্তা পার হয়ে আরেক প্রান্তে গিয়ে বাসে উঠতে যাচ্ছিল।

এই ঘটনার পরপরই বসুন্ধরা আবাসিক এলাকার মূল প্রবেশপথের সামনে রাস্তা অবরোধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালাতে চান শিক্ষার্থীরা
ছবির ক্যাপশান, দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালাতে চান শিক্ষার্থীরা

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বিক্ষোভরত শিক্ষার্থীদের আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে আসবে না বলে জানায়।

রাস্তায় শিক্ষার্থীদের অবস্থানের কারণে রামপুরা, বাড্ডা, কুড়িল, বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।