ক্রুদের 'জয় হিন্দ' বলা বাধ্যতামূলক করলো এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়া ভারতের সবচেয়ে পুরনো যাত্রীবাহী বিমান সংস্থা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এয়ার ইন্ডিয়া ভারতের সবচেয়ে পুরনো যাত্রীবাহী বিমান সংস্থা।

ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তার ক্রুদের বলেছে, যাত্রীদের উদ্দেশ্য করে ঘোষণার সময় তাদের প্রতিবার 'জয় হিন্দ' বলতে হবে।

এ নিয়ে যে নোটিশ জারি করা হয়েছে তাতে নির্দেশ দেয়া হয়েছে: "ঘোষণার পর সামান্য সময় থামতে হবে, তারপর যথেষ্ট উদ্দীপনার সঙ্গে শব্দটি বলতে হবে।"

এই নির্দেশ প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক হাস্যরস ও সমালোচনা শুরু হয়েছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, শুধু দেশপ্রেমের বুলি দিয়ে কি লোকসানের মুখে থাকা বিমান সংস্থাকে বাঁচানো সম্ভব হবে?

এয়ার ইন্ডিয়া ২০০৭ সাল থেকে কোন লাভের মুখ দেখেনি।

সরকার সম্প্রতি এর মালিকানার অংশ বিক্রি করতে চাইলেও কেউ সে ব্যাপারে কোন আগ্রহ দেখায়নি।

'জয় হিন্দ' বলার এই নির্দেশটি এমন এক সময়ে এল যখন পাকিস্তানের সাথে সংঘাত নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ভারতে জাতীয়তাবাদী চেতনা তুঙ্গে।

কাশ্মীর নিয়ে সংঘাতের জেরে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কাশ্মীর নিয়ে সংঘাতের জেরে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল।

তবে ভারতের মধ্যে অনেকেই এয়ার ইন্ডিয়ার 'জয় হিন্দ' বলার নির্দেশকে সমর্থন জানালেও, বিমান যাত্রায় ইন-ফ্লাইট ঘোষণার সময় প্রতিবার কিভাবে 'জয় হিন্দ' বলা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অনেকে এটা নিয়ে ঠাট্টা-তামাসাও করেছেন।

যেমন, টুইটারে একজন লিখেছেন: "ভদ্রমহিলা এবং মহোদয়গণ, ঝড় আসছে, জয় হিন্দ। সিট বেল্ট বেঁধে রাখুন, জয় হিন্দ। এখন আর টয়লেটে যেতে পারবেন না, জয় হিন্দ।"

আরেকজন লিখেছেন: "ভদ্রমহিলা এবং মহোদয়গণ, আপনার ফ্লাইটে ১০ ঘন্টা বিলম্ব হবে। জয় হিন্দ।"

একজন তো পরামর্শ দিয়েছেন, যাত্রীদের মধ্যে কে কত জোরে 'জয় হিন্দ' বলতে পারে তা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করতে। পুরষ্কার হিসেবে বিজয়ী যাত্রীকে ফ্রি আপগ্রেড দেয়া হবে।

Skip X post, 1
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 1

এয়ার ইন্ডিয়া ভারতের সবচেয়ে পুরোনো যাত্রীবাহী বিমান সংস্থা।

এর গ্রাহক সেবার মান নিয়ে প্রায়শই সমালোচনা হয়।

সর্বসম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানের সিটে ছারপোকার প্রাদুর্ভাব নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছিল।

Presentational white space
Skip X post, 2
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 2

Presentational white space