ভারতীয় পাইলটকে ছেড়ে দিচ্ছে পাকিস্তান

ছবির উৎস, AFP
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে আগামীকাল (শুক্রবার) ছেড়ে দেয়া হবে।
পাকিস্তানী সংসদের এক যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি এই ঘোষণা করেন।
তিনি বলেন, বিতর্কিত কাশ্মীর প্রশ্নে উত্তেজনার পটভূমিতে দু'পক্ষের মধ্যে শান্তির আকাঙ্ক্ষায় ঐ পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে।
ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানের মিগ-২১ জেট বিমানটি পাকিস্তান গতকাল (বুধবার) গুলি করে ভূপাতিত করে এবং তাকে আটক করে।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ্ মেহ্মুদ কুরেশি ইঙ্গিত করেছিলেন যে, ভারতীয় পাইলটের মুক্তির প্রশ্নে তারা আলোচনা করতে প্রস্তুত।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণা সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আরো পড়ুন:
তার আটক হওয়ার বিষয়টিকে ভারতের জন্য বড় ধরনের একটি বিপত্তি হিসেবে দেখা হচ্ছে।
বুধবারই পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে গ্রেপ্তার হওয়া পাইলট আভিনন্দনকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আভিনন্দন ভার্থামান আদতে চেন্নাইয়ের বাসিন্দা।
তার বাবা সীমাকুট্টি ভার্থামান ছিলেন ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল। স্ত্রীও বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন, তবে এখন অবসর নিয়ে নিয়েছেন।
২০০৪ সালে ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট হিসাবে কমিশন পান আভিনন্দন।








