ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ যেমন দেখলেন বিবিসির সংবাদদাতা

ঢাকার বেশিরভাগ ভোট কেন্দ্রই ছিল এরকম ভোটার শূন্য
ছবির ক্যাপশান, ঢাকার বেশিরভাগ ভোট কেন্দ্রই ছিল এরকম ভোটার শূন্য।

বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট-গ্রহণ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়েছে।

সিটি কর্পোরেশন নির্বাচনের এই আয়োজন দেখতে দিয়েছিলেন বিবিসির সংবাদদাতা।

সকাল ১১টা। ঢাকার পল্লবীর একটি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে দেখা গেল নৌকা মার্কায় কিছু এজেন্ট ঘোরাফেরা করছেন।

পুলিশ এবং প্রিজাইডিং কর্মকর্তারা অলস সময় পার করছেন।

তারা বলছিলেন, বৃষ্টির কারণে ভোটার কম। কিন্তু বেলা বাড়তে থাকে, বৃষ্টিও একসময় থেমে যায় কিন্তু ভোটারদের দেখা মেলে না।

ঢাকা উত্তরের ভোটার মিনারা খাতুন বলছিলেন, কেন তিনি ভোট তিনি যাবেন না।

তিনি বলছিলেন, ''এখানে প্রার্থী কে জানি না, কোন পোস্টার নেই, মাইকিং নেই, কোন জায়গায় যাবো ভোট দিতে সেটাই জানি না।''

বিবিসি বাংলার অন্যান্য খবর:

অনেক কেন্দ্রের সামনে সরকার সমর্থিত প্রার্থীর সমর্থকদের আড্ডা দিতে দেখা যায়
ছবির ক্যাপশান, অনেক কেন্দ্রের সামনে সরকার সমর্থিত প্রার্থীর সমর্থকদের আড্ডা দিতে দেখা যায়

ভোটের দিন অনেক ভোটার জানেন না মেয়র পদে সব প্রার্থীদের নাম। তবে কয়েকজন ভোটার ভোট দিতে না যাওয়ার অন্য একটি কারণকে ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন।

একজন ভোটার বলছিলেন, ''ভোট যদি সুন্দরভাবে না দিতে পারি তাহলে এই ভোটের কোন দাম আছে?''

আরেকজন নারী ভোটার বলছিলেন, ''কাকে ভোট দেব সেটা মনে মনে রাখছিলাম কিন্তু বলে যে আপনার ভোট হয়ে গেছে।''

তবে কেউ কেউ নিজের ভোটটা দেয়ার তাগিদ থেকে ভোট দিয়ে এসেছেন।

একজন ভোটার বলছেন, ''এখানে প্রার্থী কে জানি না, কোন পোস্টার নেই, মাইকিং নেই, কোন জায়গায় যাবো ভোট দিতে সেটাই জানি না।''
ছবির ক্যাপশান, একজন ভোটার বলছেন, ''এখানে প্রার্থী কে জানি না, কোন পোস্টার নেই, মাইকিং নেই, কোন জায়গায় যাবো ভোট দিতে সেটাই জানি না।''

একজন ভোটার বলছিলেন, ''সকালে চার পাঁচজন দেখেছি। লোক খুব কম। আমার ভোট আমি ঘণ্টা খানেক আগে দিয়ে এসেছি।''

ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর একবছরের বেশি সময় পরে তার শূন্য, আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন - বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান ও স্বতন্ত্র মোঃ আব্দুর রহিম।

মেয়র পদে ভোটারদের আগ্রহ না থাকলেও, কাউন্সিলর পদের প্রার্থীর সমর্থকদের সক্রিয় ভুমিকা দেখা গেছে
ছবির ক্যাপশান, মেয়র পদে ভোটারদের আগ্রহ না থাকলেও, কাউন্সিলর পদের প্রার্থীর সমর্থকদের সক্রিয় ভুমিকা দেখা গেছে।

তবে প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার মধ্যে একজন শাফিন আহমেদ নির্বাচনের অনিয়মের অভিযোগ করেন।

তিনি বলেন, ''আমরা অনিয়মের কিছু প্রমাণ পেয়েছি। কম ভোটার হওয়া মানে ভোটারের আগ্রহ কম। গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে আমার মনে হয় ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।''

এদিকে আরেকজন মেয়র প্রার্থী আওয়ামী লীগের আতিকুল ইসলাম সব দলের অংশগ্রহণ থাকলে নির্বাচনও অংশগ্রহণমূলক হত বলে মন্তব্য করেন।

মেয়র পদে উপনির্বাচন ছাড়াও আজ দুইটি সিটি কর্পোরেশনে ৩৬টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, এবং উত্তরে দুইটি ওয়ার্ডে উপনির্বাচন ভোট-গ্রহণ হয়েছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের, নির্বাচন কমিশনের নয়।

Skip Facebook post

ছবির কপিরাইট

Facebook -এ আরো দেখুনবিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়।

End of Facebook post

আরো পড়ুন: