হঠাৎ 'অস্বাভাবিক' শিলাবৃষ্টিতে দিল্লি শহর সাদা
বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে এক প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। এ সময় এত শিলা পড়েছে যে শহরের রাস্তাঘাটে বরফের স্তর জমে সাদা হয়ে যায়, যেমনটা অনেক দেশে তুষারপাত হলে হয়।
দিল্লিতে শিলাবৃষ্টি কখনো-সখনো হয়, কিন্তু এত তীব্র শিলাবৃষ্টি শহরের অনেক বাসিন্দাই আগে দেখেন নি।

ছবির উৎস, BalakaNoida
সাথে সাথেই শোরগোল পড়ে যায় সামাজিক মাধ্যমে।
বহু লোক ফেসবুক-টুইটার-হোয়াটসএ্যাপে শিলাবৃষ্টির ছবি ও বরফ-ঢাকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবার ভিডিও পোস্ট করতে থাকেন।

ছবির উৎস, BalakaNoida

ছবির উৎস, PTI
তবে দিল্লির শিলাবৃষ্টির অন্তত একটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।
প্রবল শিলাবৃষ্টির ফলে দিল্লির কুখ্যাত ধোঁয়াশা কেটে গিয়ে বাতাস অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল।

ছবির উৎস, Sabique

ছবির উৎস, BalakaNoida
এই শিলাবৃষ্টির কারণে দিল্লি বিমান বন্দরে অন্তত ৩০টি ফ্লাইট স্থগিত হয়।
গত কয়েক দিনে ভারতের উত্তরাঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে। সেখানে ধসের ভয়ে অনেক এলাকায় স্কুল বন্ধ করে দেয়া হয়।

ছবির উৎস, BalakaNoida

ছবির উৎস, ZUBAIR AHMAD ANSARI
দিল্লির রাস্তায় অনেককেই শিলা নিয়ে খেলায় মেতে উঠতে দেখা যায়।

ছবির উৎস, BalakaNoida








