আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নিউজিল্যান্ড-বাংলাদেশ ক্রিকেট: দলে ফিরেছেন তাসকিন-সাব্বির, কী বলছেন নির্বাচকরা
- Author, রায়হান মাসুদ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।
যদিও সাব্বির রহমানকে আচরণবিধি ভঙ্গের দায়ে যে শাস্তি দেয়া হয়েছিল তার মেয়াদ ছিল ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কিন্তু দলের প্রয়োজনে শাস্তি শিথিল করে তাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাব্বির রহমানকে ফেরানোর ব্যাপারে বলেন, "অধিনায়ক মাশরাফির পছন্দ ছিল। নিষেধাজ্ঞা কমানোর ব্যাপারটা ক্রিকেট টিম ম্যানেজমেন্টকে জানানো হয়েছে। তারা সে অনুযায়ী কাজ করেছে। পুরোপুরি ফর্মে নেই সাব্বির তবে অভিজ্ঞতা তাকে এগিয়ে রেখেছে।"
আরো পড়ুন: শুরুতেই কেন বিতর্কে পড়লো এবারের বিপিএল
১৫ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল
- তামিম ইকবাল
- লিটন দাস
- সাকিব আল হাসান
- মুশফিকুর রহিম
- মাশরাফী বিন মোর্ত্তজা
- মাহমুদুল্লাহ রিয়াদ
- মোহাম্মদ মিঠুন
- সাব্বির রহমান
- মুস্তাফিজুর রহমান
- মেহেদী হাসান মিরাজ
- রুবেল হেসেন
- সৌম্য সরকার
- নাইম হাসান
- তাসকিন আহমেদ
- সাইফুদ্দিন
নিজিল্যান্ড বাংলাদেশ সিরিজের সময়সূচি
নিউজিল্যান্ডে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে
- প্রথম ওয়ানডে, ১৩ই ফেব্রুয়ারি, নেপিয়ার
- দ্বিতীয় ওয়ানডে, ১৬ই ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ
- তৃতীয় ওয়ানডে, ২০শে ফেব্রুয়ারি, ডানেডিন।
নিউজিল্যান্ডে বাংলাদেশ তিনটি টেস্ট ম্যাচ খেলবে, এটি বিদেশের মাটিতে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের তিন ম্যাচ টেস্ট সিরিজ
- প্রথম টেস্ট, ২৮শে ফেব্রুয়ারি, সেডন পার্ক
- দ্বিতীয় টেস্ট, ৮ই মার্চ, বেসিন রিজার্ভ
- তৃতীয় টেস্ট, ১৬ই মার্চ, হ্যাগলি ওভাল।