'দল-মত দেখা হবেনা, প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ' - শেখ হাসিনা

শেখ হাসিনা

ছবির উৎস, PID

ছবির ক্যাপশান, শেখ হাসিনা

নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পর ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের 'বিজয় সমাবেশে' প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলেছেন, তার সরকার দল-মত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করবে।

"রাষ্ট্রীয় ক্ষমতা যখন হাতে এসেছে, সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক অমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো, সেখানে কোন দল বা মত দেখা হবেনা।"

তার প্রায় কুড়ি মিনিটের ভাষণে, শেখ হাসিনা একবারও তার রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করেননি। বরঞ্চ ধন্যবাদ জ্ঞাপনের পালায়, প্রতিপক্ষদেরও অন্তর্ভুক্ত করেছেন।

"যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের আন্তরিক ধন্যবাদ, নির্বাচনকে তারা অর্থবহ করেছেন।"

তবে নির্বাচনে কারচুপি নিয়ে বিরোধী জোট সহ বিভিন্ন পক্ষের অব্যাহত অভিযোগ নিয়ে একটি কথাও বলেননি শেখ হাসিনা।

ঢাকায় আওয়ামী লীগের বিজয় সমাবেশ

ছবির উৎস, PID

ছবির ক্যাপশান, ঢাকায় আওয়ামী লীগের বিজয় সমাবেশ

বিজয় উদযাপনের সমাবেশে, শেখ হাসিনার মূল বার্তা ছিল - তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করবেন, দুর্নীতি দুর করে সুশাসন প্রতিষ্ঠা করবেন।

"আগামী দিনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ দেশ, সোনার বাংলাদেশ, এটাই আমার প্রতিজ্ঞা।"

"আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। স্বজন হারানোর ব্যথা নিয়েও এ দেশকে গড়ে তুলবো বলে নিজেকে উৎসর্গ করেছি...দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে, তা আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো।

সমাবেশে যোগ দিতে আসা একজন
ছবির ক্যাপশান, সারা দেশ থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী ঢাকার সমাবেশে এসেছিলেন

সারা দেশ থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দেয়।