আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সংসদ নির্বাচন: 'বোনের' প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় ভোট ছাড়লেন জাপা চেয়ারম্যান এরশাদ
বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী নায়ক আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন করে ঐ আসনে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মি. এরশাদ এই ঘোষণা করেন।
তার 'বোন' শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পার্টির প্রার্থীরা মহাজোটের সিদ্ধান্তকে মনে নেবে বলে তিনি সাংবাদিকদের বলেন।
জাতীয় পার্টির প্রধান এই সাবেক সামরিক শাসক এবার শুধুমাত্র একটি আসনে (রংপুর-৩) নির্বাচন করছেন।
এর আগে এক নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে মি. এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এবং ১৭ দিন পর বুধবার রাতে দেশে ফেরেন।
দেশে ফেরার পরের দিনই ঢাকার আসনটি থেকে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন।
মি. এরশাদ এই আসন থেকে সরে যাওয়ার পর আওয়ামী লীগ প্রার্থীর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ প্রতীক নিয়ে ২০-দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টির (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা।
সংবাদ সম্মেলনে সামগ্রিক নির্বাচন পরিস্থিতিকে সন্তোষজনক বর্ণনা করে মি. এরশাদ বলেন, ১৪৬টি আসনে তার দলের উন্মুক্ত প্রার্থীরা মহাজোটকে সমর্থন জানাবেন।
তবে যেসব জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে সেখানে দলীয় প্রার্থিতা প্রত্যাহার করা হবে না।
মি. এরশাদের সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফারুক ঢাকার বারিধারায় তার সাথে দেখা করেন।