রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কেন র‍্যাপ সঙ্গীতের নিয়ন্ত্রণ নিতে চান

রাশিয়ার পুতিন কেন র‍্যাপ সঙ্গীতের নিয়ন্ত্রণ নিতে চান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন র‍্যাপ সঙ্গীতের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তার সরকারকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, র‍্যাপ সঙ্গীত নিষিদ্ধ করা অসম্ভব, কাজেই সরকারকে এর নিয়ন্ত্রণ নিতে হবে।

তিনি বলেছেন, সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় দেখবে কিভাবে তরুণদের কনসার্টগুলো নিয়ন্ত্রণ করা যায়।

রুশ র‍্যপ সঙ্গীত শিল্পী হাস্কিকে গ্রেফতার এবং রাশিয়া জুড়ে তার বেশ কিছু কনসার্ট বাতিল হওয়ার পর প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন।

দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোডারে এ মাসেই হাস্কির একটি কনসার্ট বাতিল করা হয়। শহরটির কর্তৃপক্ষ এই কনসার্টকে চরমপন্থীদের জন্য আয়োজন করা বলে অভিযোগ করছেন।

হাস্কির আসল নাম ডিমিত্রি কুজনেটসভ। একটি গাড়ির ওপর দাঁড়িয়ে তিনি গান গাওয়ার পর তাকে ১২ বছরের সাজা দেয়া হয়।

সতর্কভাবে আগান

প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গে কাউন্সিল ফর কালচার এন্ড আর্টের এক সভায় বক্তৃতা দেন। সেখানে এই বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে মোকাবেলার কথা বলেন।

"তবে আমি যে বিষয়টির সঙ্গে একমত তা হলো এই র‍্যাপ সঙ্গীত বন্ধ করা অসম্ভব। এটির নিয়ন্ত্রণ নিতে হবে এবং খুব সতর্কতার সঙ্গে আগাতে হবে।"

প্রেসিডেন্ট পুতিন বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, "র‍্যাপ এবং অন্যান্য আধুনিক শিল্পের স্তম্ভ আসলে তিনটি - সেক্স, ড্রাগস এবং প্রতিবাদ। আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন মাদক নিয়ে। একটা জাতিকে ধ্বংস করার এটাই পথ।"

মিস্টার পুতিন আরও বলেন, র‍্যাপ সঙ্গীতে যেসব বাজে শব্দ ব্যবহার করা হয়, সেটা নিয়েও তিনি উদ্বিগ্ন। তিনি নাকি এ বিষয়ে একজন ভাষাতাত্ত্বিকের সঙ্গে কথা বলেছেন।

রুশ সরকারের সঙ্গে দেশটির সঙ্গীত শিল্পীদের সম্পর্ক বেশ জটিল।

এর আগে পুসি রায়ট বলে একটি নারীবাদী ব্যান্ড দল নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।

আরও পড়ুন:

এই দলটি একটি ক্যাথেড্রালের মধ্যে সঙ্গীত পরিবেশনের পর দলটির সদস্যদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছিল।

পুসি রায়ট এবছরের শুরুতে অভিযোগ করেছিল যে রুশ গোয়েন্দা সংস্থা তাদের দলের একজনের ওপর বিষ প্রয়োগ করেছিল।

সোভিয়েত ইউনিয়নেও বেশিরভাগ পশ্চিমা পপ সঙ্গীতকে হেয় চোখে দেখা হতো। তখন রাশিয়া রক সঙ্গীতশিল্পীদের বিচারের মুখোমুখি হতে হয়েছে।

তখন এমনকি ক্ল্যাসিক্যাল সঙ্গীত শিল্পীদের সঙ্গেও রাষ্ট্রের বিরোধ তৈরি হয়েছিল।

জোসেফ স্ট্যালিনের আমলে দিমিত্রি শসটাকোভিচকে দুবার রাষ্ট্রীয় কোপানলে পড়তে হয়।