আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সংসদ নির্বাচন: আওয়ামী লীগ চিঠি দেয়া শুরু করেছে মনোনীতদের
একাদশ সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চিঠি দিতে শুরু করেছে আওয়ামী লীগ। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের নামে চিঠি হস্তান্তর শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া) ও রংপুর-৬ থেকে নির্বাচন করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের নির্বাচন করবেন নোয়াখালী-৫ আসন থেকে। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নির্বাচন করবেন নড়াইল-২ আসন থেকে।
তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আওয়ামী লীগের পক্ষ থেকে।
আরো পড়ুন:
আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিবিসি বাংলাকে জানান, আজ সকাল থেকে মনোনয়নপ্রত্যাশীদের আমরা চিঠি দিতে শুরু করেছি। তবে আগামীকাল বিকালে সংবাদ সম্মেলন করে সবার প্রার্থিতার তালিকাটি ঘোষণা করা হবে।''
তবে পরবর্তীতে প্রার্থিতায় রদবদল আসতে পারে বলেও তিনি জানান।
আরো চিঠি পেয়েছেন কুমিল্লা-১১ আসনে মুজিবুল হক, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), আব্দুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসলামুল হক (ঢাকা-১৪), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯)।
এ পর্যন্ত ২৭০জনকে মনোনীত করে চিঠি পাঠাচ্ছে আওয়ামী লীগ। বাকি আসনগুলো জোটের শরীকদের জন্য রাখা হয়েছে।
আওয়ামী লীগের নেতারা জানান, মনোনয়নপত্র জমার পাশাপাশি প্রত্যাহারের কাগজেও নেতাদের স্বাক্ষর রাখা হচ্ছে। পরবর্তীতে প্রার্থিতায় কোন পরিবর্তন আসলে এই প্রত্যাহার পত্রের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হবে।
মনোনয়নপ্রত্যাশীদের চিঠি দেয়ার পাশাপাশি মহাজোটের শরীকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা চলছে আওয়ামী লীগের।
শরীকদের সবমিলিয়ে ৬০/৭০টি আসন দেয়া হতে পারে বলে আওয়ামী লীগের নেতারা এর আগে আভাস দিয়েছেন।