বণ্যপ্রাণীদের হাস্যকর কিছু মুহূর্ত ২২ নভেম্বর ২০১৮
বেকুব বনে যাওয়া এক কাঠবেড়ালীর ছবি চলতি বছর কমেডি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পুরষ্কার জিতেছে।
সারা দুনিয়া থেকে আসা হাজার হাজার প্রতিযোগীকে হারিয়ে সেরা পুরষ্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ম্যারি ম্যাকগাওয়ান। তার ছবি শিরোনাম ছিল 'কট ইন দ্যা অ্যাক্ট' (হাতেনাতে ধরা)।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটেগরিতে পুরষ্কার জিতেছে অন্যান্য যে সব ছবি:
সেরা ছবি ছবির উৎস, Mary McGowan/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, ম্যারি ম্যাকগাওয়ানের ছবি: 'কট ইন দ্যা অ্যাক্ট' (হাতেনাতে ধরা)। ছবির উৎস, Shane Keena/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, লুকোচুরি করা হুতুম প্যাঁচার ছবি তুলে একটি ক্যাটগরিতে বিজয়ী হয়েছেন শেন কিনা। ছবির উৎস, Tanya Houppermans/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, দেখে মনে হয় হাঙ্গরটি হাসছে। আন্ডার দ্যা সি ক্যাটগরিতে জিসেছেন টানিয়া হুপারম্যান। ছবির উৎস, Arshdeep Singh/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, এই অবাক হয়ে যাওয়া প্যাঁচারি ছবি তুলে শিশু বিভাগে বিজয়ী হয়েছে ভারতের কাপুরথালার আর্শদীপ সিং। ছবির উৎস, Valtteri Mulkahain/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, এই ভালুক পরিবারের ছবি তুলে অ্যামেজিং ইন্টারনেট পোর্টফোলিও বিভাগে জয়ী হয়েছেন ফিনল্যান্ডের ভ্যালতেরি মুলকাহাইন।
প্রশংসা পেয়েছে যেসব ছবি: ছবির উৎস, Kallol Mukherjee/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, এই গণ্ডারটি যেন ব্যালে নাচের টুটু পরে রয়েছে। ভারতের গরুমারা ন্যাশনাল পার্কে এই ছবি তুলেছেন কল্লোল মুখার্জী। ছবির উৎস, Danielle D'Ermo/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, আলাস্কায় এই হতাশ ভালুকের ছবি তোলেন ড্যানিয়েল ডিআরনো। ছবির উৎস, Roie Galitz/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, এই ফটোগ্রাফার শ্বেতভল্লুকের ছবি তোলেন রোই গালিৎস। ছবির উৎস, Geert Weggen/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, সুইডেনে এই সার্কাস করা কাঠবেড়ালীর ছবি তুলেছেন গিয়ার্ট ভেগেনে। ছবির উৎস, Barney Koszalka/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং-এ এক মুস আরেক মুসকে জিভ ভ্যাংচাচ্ছে। ছবিটি তুলেছেন বার্নি কজালকা। ছবির উৎস, Sergey Savvi/CWPA/Barcroft Images
ছবির ক্যাপশান, দুই গিরগিটির কোলাকুলি। শ্রীলংকার ইউলপাত্তুতে এই ঘটনা ক্যামেরাবন্দী করেছেন সার্গেভ সাভি। কমেডি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিএকটি বই প্রকাশ করছে, যার অর্থ দেয়া হবে বর্ন ফ্রি ফাউন্ডেশন চ্যারিটিকে।