সংসদ নির্বাচন: বিএনপি নেতাকর্মীদের মধ্যে দশ বছর পর জাতীয় নির্বাচনের আমেজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র বিক্রির কার্যক্রম শুরু করেছে বিএনপি।

বিএনপি'র পল্টন কার্যালয়ে সকাল থেকে দলবেঁধে মনোনয়ন প্রত্যাশীরা আসতে শুরু করেন।

সেখান থেকে বিবিসি সংবাদদাতা আফরোজা নীলা জানান, কার্যালয়ে আসা মানুষের মধ্যে অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

পল্টন কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক আনাগোনার কারণে দুপুরের দিকে ঐ এলাকায় কিছুটা যানজটেরও সৃষ্টি হয় বলে জানান তিনি।

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসিকে জানান, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলেও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এবার দশ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে বিএনপি।

বাংলাদেশে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে শেষবার অংশগ্রহণ করেছিল তারা।

সেবারের নির্বাচনে ৩০টি আসনে জয়লাভ করে তারা।

২০১৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।

আরো পড়তে পারেন: