বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু মারা গেছেন: শনিবার চট্টগ্রামে দাফন

ছবির উৎস, LRB
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু আজ সকালে মারা গেছেন।
সকাল সোয়া নটার দিকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
ছবির কপিরাইট
Facebook -এ আরো দেখুনবিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়।End of Facebook post, 1
আইয়ুব বাচ্চুর বহুদিনের ঘনিষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার মইনুদ্দিন রাশেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন তাঁর সহকারী সকালে মগবাজারের বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।
এর পর তারা তাকে হাসপাতালে নিয়ে যান।
আরো পড়ুন:
আইয়ুব বাচ্চুর ভাই এরফান চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি তার মগবাজারের বাসায় একাই থাকতেন।
তাঁর মৃত্যুর কারণ হাসপাতাল থেকে জানানো হয়নি।
হাসপাতালে তার সতীর্থ শিল্পী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করে আছেন।
শনিবার চট্টগ্রামে দাফন
পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলার শারমিন রমা হাসপাতাল থেকে জানাচ্ছেন কাল শুক্রবার জুমার নামাজের পর জাতীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর শনিবার চট্টগ্রাম শহরে মায়ের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হবে।
আইয়ুব বাচ্চু একই সাথে গায়ক ও লিড গিটারিস্ট হিসেবে বহু মানুষের প্রিয় শিল্পী।
বাংলাদেশে ব্যান্ড সঙ্গীত জনপ্রিয় করে তুলতে যাদের ভূমিকা রয়েছে আইয়ুব বাচ্চু তাদের একজন।
১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তার প্রফেশনাল মিউজিক ক্যারিয়ারের শুরু।
ছবির কপিরাইট
Facebook -এ আরো দেখুনবিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়।End of Facebook post, 4
৯০ এর দশকের শুরুতে তিনি তাঁর নিজের ব্যান্ড এলআরবি প্রতিষ্ঠা করেন।
তার আগে তিনি আর এক জনপ্রিয় ব্যান্ড সোলস এর সাথেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।
আরো পড়ুন:








