শহিদুল আলমকে চিকিৎসা দিন: আদালত

ছবির উৎস, AFP
বাংলাদেশের হাইকোর্ট আইসিটি আইনে গ্রেপ্তার হওয়া ফটোগ্রাফার এবং দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে দ্রুত হাসপাতালে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।
বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ জারি করেন।
আদালত একই সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে মি. আলমের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে দাখিল করতে বলেছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো খবর দিচ্ছে।
শহিদুল আলমের রিমান্ড চ্যালেঞ্জ করে তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ মঙ্গলবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন।
ড. কামাল হোসেন, ব্যারিস্টার সারাহ হোসেন ও আইনজীবী তানিম হোসেন শাওন অধ্যাপক আহমেদের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন।
এর আগে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত শহিদুল আলমকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার, উস্কানি দেয়াসহ একাধিক অভিযোগ আনে।








