ইরানে অনলাইনে নাচের ভিডিও প্রকাশ করায় এক নারী গ্রেফতার

মায়েদেহ হোজাবরি

ছবির উৎস, MAEDEH HOZHABRI/INSTAGRAM

ছবির ক্যাপশান, মায়েদেহ হোজাবরি

ইরানে ১৯ বছর বয়সী এক নারী তার নাচের ভিডিও অনলাইনে প্রকাশ করলে তাকে গ্রেফতার করা হয়েছে।

মায়েদেহ হোজাবরি নামের এই মেয়েটির সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সট্রাগ্রামে হাজার হাজার ফলোয়ার রয়েছে।

সে ইরানি এবং ওয়েস্টার্ন পপ মিউজিকের সাথে নাচতো। এদিকে সোশ্যাল মিডিয়াতে এই মিজ হোজাবরিকে সমর্থন জানিয়ে অনেকে ভিডিও এবং বার্তা শেয়ার করছেন।

হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছে 'নাচ করা কোন অপরাধ না'।

মিজ হোজাবরির নাচের ভিডিও দেখা যাচ্ছে তিনি বাসায় নাচ করছেন তবে বাধ্যতামূলক মাথায় স্কার্ফ পরার যে নিয়ম আছে সেটা ছাড়াই।

ইরানের সরকার মেয়েদের পোশাক এবং অন্য পুরুষের সাথে প্রকাশ্যে নাচার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।

তবে নিজের পরিবারের সামনে এই নিষেধাজ্ঞা নেই।

Skip Instagram post
Instagram কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Instagramএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Instagram কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of Instagram post

গত কয়েক সপ্তাহে আরো কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে যারা নাচের ভিডিও প্রকাশ করেছিল।

হোসেইন রোনাগি নামে একজন ব্লগার মন্তব্য করেছেন "যদি আপনি বিশ্বের যেকোন দেশে যেয়ে বলেন ১৭, ১৮ বছর বয়সের একটি মেয়ে তার নাচের জন্য গ্রেফতার করা হয়েছে ....তারা হাসবে। এটা অবিশ্বাস্য!"

আরেকজন টুইটারে নিজের নাচের ভিডিও আপলোড করেছেন এবং কমেন্ট করেছেন " আমি নাচ করছি যাতে করে তারা (কর্তৃপক্ষ) দেখতে পারে এবং জানতে পারে যে তারা মায়েদেহ'র মত মেয়েদের গ্রেফতার করে আমাদের আনন্দ ছিনিয়ে নিতে পারবে না"।

আরো পড়ুন: