বিশ্বকাপ কাভার করতে যাওয়া পুরুষ রিপোর্টারকে অচেনা নারীর চুম্বনের ঘটনায় চীনের সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড়

দক্ষিণ কোরিয়ার সাংবাদিককে চুমু খাচ্ছেন রুশ নারী সমর্থক।

ছবির উৎস, MBN

ছবির ক্যাপশান, দক্ষিণ কোরিয়ার সাংবাদিককে চুমু খাচ্ছেন রুশ নারী সমর্থক।

বিশ্বকাপের খেলা কভার করতে রাশিয়ায় গেছেন দক্ষিণ কোরিয়ার একজন টিভি সাংবাদিক। সেখানে তিনি যখন মাইক্রোফোনে তার কথা রেকর্ড করছিলেন তখন দুজন নারী ফুটবলপ্রেমী তাকে জড়িয়ে ধরে চুমু খান।

এই ঘটনাটি চীনের সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। তাদের আলোচনার বিষয় এটিকে 'যৌন হয়রানির' ঘটনা বলে বিবেচনা করা হবে কিনা!

ভিডিও ক্লিপে দেখা যায় দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশন চ্যানেল এমবিএনের রিপোর্টার জিওন গোয়াঙ-রেয়ল ২৮শে জুন রাশিয়া থেকে বিশ্বকাপের খবর দিচ্ছিলেন। এসময় দুজন রুশ নারী এসে তার গালে চুমু খান।

এসময় রিপোর্টার এই ঘটনাটিকে হেসে উড়িয়ে দিতে চেষ্টা করছিলেন কিন্তু তাকে কিছুটা একটু বিব্রত দেখাচ্ছিল।

কারণ এই ঘটনার কয়েকদিন আগে একজন নারী রিপোর্টার যখন টেলিভিশনে সরাসরি খবর দিচ্ছিলেন তখন কয়েরকজন পুরুষ ফুটবলপ্রেমী তাকে চুমু দিতে চেষ্টা করলে ওই ফ্যানদের তীব্র সমালোচনা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার সাংবাদিককে চুমু খাওয়ার ঘটনাটি নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে।

ওয়েইবোর ব্যবহারকারীরা প্রশ্ন তুলছেন: পুরুষ সমর্থকদের আচরণ নিয়ে যদি সমালোচনা হয়ে থাকে, তাহলে একই আচরণের জন্যে নারী সমর্থকদের সমালোচনা করা হবে না কেন?

এই নারী সাংবাদিককে চুমু খাওয়ার ঘটনার পর অনেকেই একে যৌন হয়রানি বলে উল্লেখ করেছেন।

ছবির উৎস, DW ESPANOL

ছবির ক্যাপশান, এই নারী সাংবাদিককে চুমু খাওয়ার ঘটনার পর অনেকেই একে যৌন হয়রানি বলে উল্লেখ করেছেন।

আরো পড়তে পারেন:

"আগের ঘটনার সাথে তো এখানে একটা বৈপরীত্য চোখে পড়ছে," বলেছেন একজন ওয়েইবো ব্যবহারকারী।

আরেকজন লিখেছেন, "এটিকে কেন যৌন হয়রানি হিসেবে দেখা হবে না?" এই মন্তব্যে লাইক দিয়েছেন শত শত মানুষ।

আরেকজন ব্যঙ্গ করে মন্তব্য করেছেন: "যে চুমু খাচ্ছে সে যদি দেখতে খুব সুন্দর নয়, তাহলে সেটা যৌন হয়রানি হবে না।"

অনেকেই এরকম ঘটনায় 'নারী ও পুরুষের ব্যাপারে সমান আচরণের' আহবান জানিয়েছেন। তাদের কেউ কেউ বলেছেন, এই ঘটনায় যে ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে নারী ও পুরুষের মধ্যে এখনও বৈষম্য রয়েছে।

নারী ভক্তের কথা বলতে গিয়ে 'সৌন্দযের্র' মতো শব্দ ব্যবহারেরও সমালোচনা করছেন অনেকে।

প্রথম চুম্বনের কিছুক্ষণ পর আরো একজন নারী এসে তাকে চুমু খান।

ছবির উৎস, MBN

ছবির ক্যাপশান, প্রথম চুম্বনের কিছুক্ষণ পর আরো একজন নারী এসে তাকে চুমু খান।

এই চুম্বন নিয়ে চীনে বিতর্ক হলেও দক্ষিণ কোরিয়ায় এই ঘটনা নিয়ে তেমন একটা আলোচনা হয়নি। শুধু এমবিএন টেলিভিশন এবং তাদের সংশ্লিষ্ট কিছু সংবাদ মাধ্যমে এই খবরটি প্রচার করা হয়েছে।

তবে দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক টুইটারে এ প্রসঙ্গে মন্তব্য করেছেন। লিখেছেন: 'আপনার লিঙ্গ যা-ই হোক না কেন, আপনি যৌন হয়রানির শিকার হয়েছেন। এমবিএনের একজন সাংবাদিক বিশ্বকাপ কভার করতে রাশিয়ায় গিয়েছিলেন এবং সেখানে দুজন নারী তাকে যৌন হয়রানি করেছে।"

গত কয়েকমাস ধরে ওয়েইবোতে যৌন হয়রানির মতো বিষয় নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের অনেকেই অভিযোগ করেছেন যে এই বিষয়টিকে গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে না।

গত সপ্তাহে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল যার মূল কথা ছিল: 'নারী কিম্বা পুরুষ, তরুণ কিম্বা বৃদ্ধ যে কেউই যৌন হয়রানির শিকার হতে পারেন।' এই ভিডিওটিও সোশাল মিডিয়াতে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল।