রাজকীয় বিয়ে: কেনিয়ানরা কেন অর্থ খরচ করলো?

কেনিয়ায় এ অনুষ্ঠানের সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিলো

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, কেনিয়ায় এ অনুষ্ঠানের সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিলো

কেনিয়ার রাজধানীর একটি হোটেলে সমবেত হয়েছিলেন বহু অতিথি আর সেটি হয়েছিলো অর্থের বিনিময়ে।

প্রায় দশ হাজার ডলার করে দিয়ে তারা সেখানে বড় পর্দায় দেখেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের রাজকীয় বিয়ের অনুষ্ঠান।

নাইরোবির শহরতলীতে উইন্ডসর গলফ হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে এবং এক পর্যায়ে কোন আসনই আর খালি ছিলো না।

অতিথিদের ব্যয় করতে হয়েছে প্রায় দশ হাজার ডলার করে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, অতিথিদের ব্যয় করতে হয়েছে প্রায় দশ হাজার ডলার করে

অতিথিদের জন্য সেখানে ছিলো খাবারের নানা আয়োজন এবং সকালে হেলিকপ্টারে মাউন্ট কেনিয়াতে উড়ে গিয়ে ব্রেকফাস্টের অভিনব ব্যবস্থা।

এ আয়োজনে অংশ নেয়া একটি জুটি জানাচ্ছেন যে তারা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন আর সে কারণেই একটি ধারণা পেতে তারা এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

"আমরা শিগগিরই বিয়ে করবো। বিয়ের নানা আইডিয়া সম্পর্কে উদ্বুদ্ধ হতেই এখানে আসা। আয়োজনটি এককথায় দারুণ এবং পয়সা উসুল হয়েছে ভালোভাবেই"।

যদিও ব্যাপক অর্থের বিনিময়ে এ আয়োজন নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে গণমাধ্যমে।

কারণ দেশটিতে লাখ লাখ মানুষ চরম দরিদ্র।

একজন অতিথি এসেছিলেন এমন পোশাক পড়ে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, একজন অতিথি এসেছিলেন এমন পোশাক পড়ে