আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে মিয়ানমারের মন্ত্রী, রোহিঙ্গাদের ক্ষোভ
প্রথমবারের মত বাংলাদেশে আশ্রয় নেয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মিয়ানমার সরকারের একজন মন্ত্রী।
মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী উইন মিয়াট আয়ে উখিয়ায় কুতুপালং ক্যাম্পে যাবার সময় রাস্তায় বিক্ষোভ করার চেষ্টা করে রোহিঙ্গারা।
তবে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা বলতে থাকেন, ''আমাদের নির্যাতন করে, হত্যা করে, ধর্ষণ করে পাঠিয়ে দিয়েছে।''
শরণার্থী শিবিরে কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সাথেও কথা বলেন মিয়ানমারের মন্ত্রী।
সেখানেও রোহিঙ্গাদের 'বাঙালি' হিসেবে চিহ্নিত করে তাদের ফিরিয়ে নিয়ে যাবার কথা বলেন তিনি।
এতে শরণার্থীদেরও বিক্ষুব্ধ হতে দেখা যায়।
বাঙালি নয় রোহিঙ্গা পরিচয়ে মিয়ানমারে ফিরে যেতে চায় শরণার্থীরা।
মিয়ানমারের মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সরকারের কোনো মন্ত্রী বা এমপিকে দেখা যায়নি।
তবে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছেন তিনি।