আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নেপাল বিমান দুর্ঘটনা: কফিনে ফিরে এলেন ইউএস-বাংলার ২৩ যাত্রী
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া ইউএস-বাংলার ২৩ জন বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার বিকেলে কাঠমান্ডু থেকে মরদেহ নিয়ে আসা ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।
বিমানবন্দর থেকে যাত্রীদের মরদেহ জানাজার জন্য আর্মি স্টেডিয়ামে নেয়া হচ্ছে।
যাত্রীদের আত্মীয়-স্বজনেরা ইতোমধ্যেই ওখানে গিয়ে অপেক্ষা করছেন।
এই জানাজার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।
এর আগে সোমবার সকালে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে এই নিহত যাত্রীদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
গত ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন।
ঐ ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক।
বিমানটিতে মোট যাত্রী ছিলেন ৭১ জন।