রেয়ালের হয়ে রোনালদোর অনন্য রেকর্ড

ছবির উৎস, Getty Images
১০০ গোলের ক্লাবে একমাত্র সদস্য - ক্রিশ্চিয়ানো রোনালদো।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৩-১এর জয়ে ২ গোল করে এক ক্লাবের হয়ে ১০০ চ্যাম্পিয়ন্স লিগ গোল করা একমাত্র খেলোয়াড় হয়েছেন রেয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর চেয়ে ৪ গোল কম করা লিওনেল মেসি।

ছবির উৎস, Getty Images
চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর আরো রেকর্ড
- চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে বেশীবার (৬) বছরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো
- ৬টি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে ১০ টির বেশী গোল দেয়া একমাত্র খেলোয়াড় তিনি
- এক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে সবচেয়ে বেশী গোল দেয়ার রেকর্ড রোনালদোর (২০১৫-১৬ মৌসুমে ১১ গোল)
- চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড তাঁর (২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল)
- চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সব খেলায় গোল দেয়া প্রথম খেলোয়াড় রোনালদো (২০১৭-১৮ মৌসুমে ৯ গোল)
রেয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করা ১৫টি গোল মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর মোট গোল ১১৬টি। যা দ্বিতীয় স্থানে থাকা মেসির চেয়ে ১৯টি বেশী।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই টুর্নামেন্টে খেলা ১৩৭টি ক্লাবের ১১৮টির মোট গোলসংখ্যা রোনালদোর একার গোলের চেয়ে কম।




