বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না সাকিব আল-হাসান

ছবির উৎস, Ashley Allen - CPL T20
বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন, শ্রীলংকার বিপক্ষে হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ফিট নন তিনি।
আঙুলের চোটের কারণে মাঠে নেই সাকিব, এবং এই চোট সারতে আরো সময় লাগবে। তাই তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।- বলছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য শনিবার ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল তাকেই।
কিন্তু সাকিব জানালেন, এখনই ফেরা হচ্ছে না মাঠে।
তিনি বলেন, "টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা বোধহয় আমরা নেই। ডাক্তার বলেছেন যে কমপক্ষে আরও দুই সপ্তাহ সময় লাগবে। তার মানে এই সিরিজ খেলা হচ্ছে না।"
তবে সাকিব আশাবাদী দুই সপ্তাহের ভেতরে সুস্থ হয়ে, আবার রিহ্যাব করে পুরো অনুশীলন করে শ্রীলঙ্কাতে আমাদের যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে হবে, সেটাতে খেলতে পারবেন তিনি।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট নিয়ে ছিটকে যান সাকিব। খেলতে পারেননি টেস্ট সিরিজে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ ও টেস্ট সিরিজে হেরে গিয়েছে বাংলাদেশ।
সাকিব বলেন, "পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠে থাকতে না পারলে তো খারাপ লাগে। চিন্তা করেছি যে, এটাই হয়ত নিয়তিতে ছিল। এটা ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়। তবে একজন খেলোয়াড় যদি খেলতে না পারে, সেই অনুভূতি বলে বোঝানোর নয়।"
সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। এবারে টি টোয়েন্টি সিরিজেও ফিরতে পারছেন না। তবে দল নিয়ে আশাবাদী তিনি।
সাকিব বলেন, "আমি খুবই আশাবাদী যে টি-টোয়েন্টি দিয়ে ঘুরে দাঁড়াব। এখানে একটা ওভারই খেলা বদলে দিতে পারে। টি-টোয়েন্টিতে কেউ ফেভারিট হয়ে নামে না। আয়ারল্যান্ডের সাথে অস্ট্রেলিয়া বা ভারত যদি খেলে, তাও ফেভারিট না। টি-টোয়েন্টির মজাটাই এখানে। আমি বলব এখানে কেউ ফেভারিট না, যারা ভাল খেলবে তারাই জিতবে।"
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী বৃহস্পতিবার মিরপুরে। পরেরটি রোববার সিলেটে।
বিবিসি বাংলায় আরও পড়ুন:








