আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পাকিস্তানী বন্দিকে মুক্ত করতে কাশ্মীরে হাসপাতাল তছনছ
সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি হাসপাতালে হামলা চালিয়ে সেখান থেকে একজন কয়েদিকে নিয়ে পালিয়ে গেছে।
২০১৪ সাল থেকে জেলখানায় থাকা ওই কয়েদিকে হাসপাতালে নেয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য।
মঙ্গলবারের ওই হামলায় দুইজন ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কোনও বেসামরিক ব্যক্তি বা হাসপাতাল-কর্মী হতাহতের খবর নেই।
পুলিশ বলছে, পালিয়ে যাওয়া কয়েদি নাভিদ জাটের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সাবেক কমান্ডার ছিলেন জাট।
পুলিশের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে চেক আপের জন্য ছয়জন বন্দিকে নেয়া হয় এবং তাদেরই একজন ছিলেন নাভিদ। এই দলের মধ্যে তিনি ছিলেন একমাত্র পাকিস্তানী নাগরিক।
আরও পড়ুন: