ফ্যাশন ব্রান্ড জারা কি আসলে স্কার্টের নামে লুঙ্গি বিক্রি করছে?

স্কার্ট নাকি লুঙ্গি? টুইটারে চলছে বিতর্কের ঝড়।

ছবির উৎস, Zara/AFP

ছবির ক্যাপশান, স্কার্ট নাকি লুঙ্গি? টুইটারে চলছে বিতর্কের ঝড়।

ফ্যাশন নাকি চক্রাকারে ঘুরে ফিরে আসে। লুঙ্গির ভাগ্যে কি সেটাই ঘটতে যাচ্ছে?

দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পুরুষদের পোশাক লুঙ্গি। একালে কিছুটা অবহেলিত, কিছুটা হেয় চোখেও হয়তো দেখা হয়। কিন্তু সেই লুঙ্গিই কি এবার জায়গা করে নিয়েছে নামী স্প্যানিশ ফ্যাশন ব্রান্ড 'জারা'র ক্যাটালগে?

এ নিয়ে তর্ক-বিতর্ক আর বিদ্রুপের ঝড় বয়ে যাচ্ছে টুইটারে-ফেসবুকে।

লুঙ্গি হচ্ছে টিউব আকৃতির একটি পোশাক, যেটি কোমরে পেঁচিয়ে সামনে একটা গিঁট দিয়ে পড়তে হয়।

শুধু দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশিয়া নয়, আরব বিশ্ব বা পূর্ব আফ্রিকার কোন কোন দেশেও লুঙ্গির চল আছে।

দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে লুঙ্গি পুরুষের নিত্যদিনের পোশাক।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে লুঙ্গি পুরুষের নিত্যদিনের পোশাক।

বলা হয়ে থাকে, গরম এবং আর্দ্র আবহাওয়ার দেশে লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর হয় না।দামও খুব বেশি নয়, কয়েক ডলার মাত্র।

স্প্যানিশ ফ্যাশন ব্রান্ড 'জারা' যে পোশাকটি বাজারে ছেড়েছে সেটিকে তারা বলছে 'চেক মিনি স্কার্ট।' দেখতে একেবারেই লুঙ্গির মতো। তবে পেছনে একটা জিপার আছে, সেটা সেলাই এর ভাঁজের মধ্যে লুকোনো।

কিন্তু জারা তাদের এই পোশাককে যে নামেই ডাকুক, টুইটারে যে বিতর্ক এখন চলছে, সেখানে একটা বিষয়ে ঐকমত্য দেখা যাচ্ছে-- এটি আসলে লুঙ্গি ছাড়া আর কিছু নয়!

ইন্দোনেশিয়ায় লুঙ্গি কিনছে পর্যটকরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ায় লুঙ্গি কিনছে পর্যটকরা

জারা'র ক্যাটালগে এই পোশাক দেখে অনেকেই তাদের বিস্ময় চেপে রাখতে পারছেন না।

যে পোশাকটি পুরুষদের পোশাক হিসেবে দেখতে অভ্যস্ত সবাই, বাবা-চাচারা যে পোশাক পরেন, সেটি কিভাবে মেয়েদের ফ্যাশন হয়ে উঠলো, সেই প্রশ্ন অনেকের।

আর এই 'লুঙ্গি'কে 'স্কার্ট' নামে চালিয়ে যে দামে বিক্রি করা হচ্ছে, সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে চোখ কপালে তুলছেন অনেকে।

Skip X post, 1
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 1

Skip X post, 2
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 2

Skip X post, 3
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 3

ব্রিটেনে জারা এই পোশাক বিক্রি করছে ৬৯ পাউন্ডে (৯৮ ডলার)।

পুরুষদের পোশাক লুঙ্গিকে এভাবে 'স্কার্ট' নামে চালিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তাদের প্রশ্ন, কেন 'জারা' একটিবারের জন্যও কোথাও উল্লেখ করলো না এই পোশাকের আসল নাম বা কোত্থেকে এই ফ্যাশনের অনুপ্রেরণা তারা পেয়েছে!

অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এভাবে ভিন্ন নামে বাজারজাত করে চড়া মূল্যে বিক্রি করে মুনাফা লোটা কতটা নৈতিক, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।