আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশে উবার পাঠাও'র মতো সেবার জন্য নীতিমালা অনুমোদন
বাংলাদেশের মোবাইল ফোনে অ্যাপ ভিত্তিক পরিবহন সেবার জন্য খসড়া একটি নীতিমালার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অ্যাপ ভিত্তিক সেবা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এর মধ্যে গত মাসেই এক বছর পূর্ণ করলো অ্যাপ ভিত্তিক গাড়ি শেয়ার নেটওয়ার্ক উবার।
মোটর সাইকেলের ক্ষেত্রে পাঠাওসহ কয়েকটি সার্ভিস নিয়েও যাত্রীদের মধ্যে আগ্রহ রয়েছে।
উবারের দেয়া তথ্য অনুযায়ী শুধু নভেম্বর মাসেই প্রায় দুলাখ যাত্রী উবারে ভ্রমণ করেছেন।
তবে গাড়ী ও মোটর সাইকেলের অ্যাপস ভিত্তিক সেবায় বেজায় নাখোশ সিএনজি অটোরিকশা মালিক ও চালকরা।
শুরু থেকেই তারা উবার বা পাঠাওয়ের মতো সার্ভিসকে অবৈধ আখ্যায়িত করে এগুলো বন্ধের দাবি জানাতে থাকে।
কর্তৃপক্ষ শুরুতে একবার পত্রিকায় বিজ্ঞপ্তি নিয়ে এ ধরনের সেবাকে অবৈধ বললেও পরে সে অবস্থান থেকে সরে এসে একটি নীতিমালার আওতায় আনার কথা ঘোষণা করে।
তারই ধারাবাহিকতায় আজ মন্ত্রীসভায় রাইডিং শেয়ারিং সার্ভিস নীতিমালার খসড়া অনুমোদন দেয়া হলো।
মন্ত্রীসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান অনুমোদন পাওয়া খসড়া নীতিমালা অনুযায়ী ১১টি শর্ত মেনে অ্যাপস ভিত্তিক এসব সেবা সারাদেশেই দেয়া যাবে।
তবে সেবা দেয়ার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ও মোটরযানের তালিকাভুক্তির সনদ নিতে হবে।
একই সাথে কমপক্ষে দুশো মোটরযান ছাড়া কোন প্রযুক্তি প্রতিষ্ঠান এ সেবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবেননা।
আরও পড়ুনউবার-নির্ভর হয়ে উঠছে ঢাকা শহর