আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্ত ২১শে জানুয়ারি, 'বিকল্প' হিসেবে আসতে পারে স্কটল্যান্ড?
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১শে জানুয়ারি, এমনটাই বলছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ঢাকায় এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বিতীয় দফার আলোচনায় এই সময়সীমার কথা জানানো হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এই আলোচনায় বিসিবি বিশ্বকাপে খেলতে আগ্রহের কথা জানালেও ভারতের বাইরে ম্যাচ আয়োজনের দাবিতে অনড় অবস্থানে থাকে। সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি মূল সূচি পরিবর্তনে রাজি হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ 'সি'-তে রয়েছে।
এই গ্রুপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ৭ই ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায়। একই ভেন্যুতে বাংলাদেশে পরবর্তী দুই ম্যাচ খেলার কথা ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।
বিসিবি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আইসিসি জানিয়েছে, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই। স্বাধীন একটি নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে ভারতের সামগ্রিক ঝুঁকিকে 'মাঝারি থেকে উচ্চ' বলা হলেও কোনো দলের বিরুদ্ধে আলাদা করে হুমকির কথা উল্লেখ করা হয়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারত সফরে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সংবাদে বলা হয়েছে, ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।
যদিও এখনও বিসিবি বা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদল হচ্ছে না
বাংলাদেশি ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে, আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করা সম্ভব কি না, সেই বিষয়ে কথা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে।
তবে ক্রিকেট আয়ারল্যান্ডের বরাত দিয়ে ক্রিকেটের তথ্য বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ একটি খবরে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে আয়ারল্যান্ড "মূল সময়সূচি থেকে সরছে না"।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছিল গ্রুপ বি'তে। প্রাথমিক হিসেবে ওই গ্রুপে বাংলাদেশ ছাড়া অন্য যে দলগুলো ছিল, তারা হলো ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড আর নেপাল।
প্রাথমিক ফিক্সচার অনুযায়ী বাংলাদেশের প্রথম খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ৭ই ফেব্রুয়ারি কলকাতায়,ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।
এরপর ফেব্রুয়ারির ৯ তারিখ আর ১৪ তারিখ ইতালি ও ইংল্যান্ডের সাথে ম্যাচের পূর্বনির্ধারিত ভেন্যুও ছিল একই মাঠে।
আর ১৭ই ফেব্রুয়ারি গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হওয়ার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
অন্যদিকে আয়ারল্যন্ডের চারটি ম্যাচই হওয়ার কথা শ্রীলঙ্কায়।
আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ই ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার বিপক্ষে।
এরপর একই ভেন্যুতে ১১ তারিখ অস্ট্রেলিয়া আর ১৪ তারিখ ওমানের সাথে খেলার কথা তাদের।
জিম্বাবুয়ের সাথে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা পাল্লেকেল্লে স্টেডিয়ামে।
মূলত ভারতে যাওয়া এড়ানোর একটি উপায় হিসেবেই গ্রুপ পরিবর্তনের এই বিষয়টি আলোচনায় আসে।
এদিকে, ক্রিকবাজ একটি খবরে জানিয়েছে, ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে বিসিবি।
"আমাদের নিশ্চিত করা হয়েছে যে আমরা মূল সময়সূচি থেকে সরবো না," ক্রিকবাজকে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
গ্রুপ বদলের কথা নিয়ে ভারতের সিনিয়র ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার নিজের বিশ্লেষণে লিখেছেন, "ম্যাচ ভেন্যু বা গ্রুপ পরিবর্তনের মতো সিদ্ধান্ত আইরিশ সমর্থকদের জন্য অন্যায় হবে, যারা আগেই সময়, অর্থ ও আবেগ বিনিয়োগ করে ভ্রমণের পরিকল্পনা করেছেন। শেষ মুহূর্তে এমন পরিবর্তন করলে এটা তাদের জন্য বিশাল ক্ষতির কারণ হবে"।