আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেওয়া 'পুরোপুরি ভুল' কাজ বলে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যত কি হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের রয়েছে। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালীন হামলায় র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন। গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ছয় শতাধিক হামলার তথ্য নথিবদ্ধ করেছে পুলিশ, তার মধ্যে ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান থাকার কথা বলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেশ বিদেশের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নেওয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর ওপর বাড়িত শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তা পুরোপুরি ভুল। যে আটটি দেশের ওপর পহেলা ফেব্রুয়ারি থেকে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তার মধ্যে যুক্তরাজ্যও রয়েছে।
    • ২০২৫ সালে গত এক বছরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার যে ৬৪৫টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, তার মধ্যে মাত্র ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
    • ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে জাতীয় সংসদ নির্বাচন করবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন। নিহত আবদুল মোতালেব র‍্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক।
    • বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশন ভবনের সামনে 'মব ও চাপ তৈরি' করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের রায় প্রভাবিত করার অভিযোগও করেছেন তিনি।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে বলেছেন, আটটি যুদ্ধ বন্ধ করার পরও যেহেতু তার দেশ নরওয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তিনি শুধু শান্তির কথা ভাবতে আর বাধ্য নন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।
    • বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইইউভুক্ত জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন ও ইতালির রাষ্ট্রদূতরা দেখা করেছেন।
    • বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং ও মি. রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। একই দিনে মি. রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
    • সাভারে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারে গত সাত মাসে ছয়টি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    • স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
    • জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় বর্তমান নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করেছে রাবি শাখা ছাত্রদল।
    • সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. চট্টগ্রামে অভিযানের সময় হামলায় র‍্যাব সদস্য নিহত

    চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন।

    পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    বাংলাদেশের একটি টেলিভিশনে প্রচারিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল জঙ্গল সলিমপুরে একটি সাদা মাইক্রোবাসে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালান বেশ কয়েকজন সন্ত্রাসী। অনেকটা অতর্কিতে হামলা করতে দেখা গেছে তাদের।

    কমপক্ষে আটজন ব্যক্তি হাতে লাঠিসোটা দিয়ে ওই মাইক্রোবাসের জানালার কাচ, সামনের কাচ ও ডোরে আঘাত করছে বলে ফুটেজটিতে দেখা গেছে।

    এ সময় ওই মাইক্রোবাসটি বারবার পিছিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছিলো। একপর্যায়ে মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়।

    পুলিশ কর্মকর্তা মি. পলাশ বলেন, “বিকেল চারটা-সোয়া চারটায় এ ঘটনা ঘটে। অভিযান চলার সময়ে র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন, এই তথ্য সঠিক।”

    নিহত আবদুল মোতালেব র‍্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক।

    এই ঘটনায় আহত চার জন সিএমএইচএ চিকিৎসাধীন রয়েছেন।

  3. বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের রায় প্রভাবিত করার অভিযোগ নাহিদ ইসলামের

    বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশন ভবনের সামনে 'মব ও চাপ তৈরি' করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর এই অভিযোগ তোলেন তিনি।

    সোমবার রাতে একটি সংবাদ সম্মেলনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে তিনি বলেন, "বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেয়ে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে।"

    দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না দাবি করে তিনি বলেন, " আমরা সবসময় জানি সংবিধানের ব্যাখ্যা দিতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট। সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে, দ্বৈত নাগরিকত্ব যাদের থাকবে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। ইলেকশন কমিশন নতুন করে একটা ব্যাখ্যা গতকালকে দিলো। এই ব্যাখ্যা তারা দিতে পারে না।"

    'এই ব্যাখ্যাটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে বিএনপির এই প্রার্থী বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই প্রার্থীগুলাকে যাতে ইলেকশনে অংশ নেওয়া সুযোগ করে দেওয়া হয়' দাবি করেন তিনি।

    মি. ইসলাম বলেন, কোন দলকে সুবিধা দেওয়া হয়েছে সেটা বিষয় না হলেও আইনের সুষ্ঠু প্রয়োগ যাতে হয়।

    " তারা কোন দলের এটা আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে বিষয় হচ্ছে আইনের প্রয়োগটা যাতে সুষ্ঠু হয় এবং সবার জন্য যাতে সমানভাবে হয়। সব দলের জন্যই যেন এটা সমানভাবে প্রযোজ্য হয় " বলেন মি. ইসলাম।

    ঋণ পরিশোধ করার আগেই ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে ঋণখেলাপীদের এমন অভিযোগ করে মি. ইসলাম আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান।

    "এখনো বলবো যে, আমরা আদালতে যাবো, ইলেকশন কমিশনের কাছে আবার যাবো। কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে" বলেন এনসিপির এই আহ্বায়ক।

    দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপী যারা আছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক উল্লেখ করে তিনি বলেন, "আমরা চাই বাংলাদেশের আইনে যারা বৈধ হবে তারাই যেন সংসদ নির্বাচন করে।"

  4. শান্তিতে নোবেল পুরস্কার দেয়নি নরওয়ে, তাই আর শান্তি নিয়ে ভাবতে চাননা ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে বলেছেন, আটটি যুদ্ধ বন্ধ করার পরও যেহেতু তার দেশ নরওয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তিনি শুধু শান্তির কথা ভাবতে আর বাধ্য নন।

    নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। তাকে এই পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকে দোষারোপ করেন মি. ট্রাম্প।

    বিবিসি’র মার্কিন সহযোগী সিবিএস নিউজ, এই বার্তা সম্পর্কে নিশ্চিত হয়েছে। সেখানে তিনি গ্রিনল্যান্ডের ব্যাপারে তার দাবি পুনরায় ব্যক্ত করেছেন।

    জোনাস গর স্টর জানিয়েছেন, তিনি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি রোববার ওই টেক্সট মেসেজটি পেয়েছেন।

    স্টর উল্লেখ করেন, নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে।

    ট্রাম্প অবশ্য এও বলেছেন যে, শান্তি সব সময়ই প্রাধান্য পাবে, কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো এবং যথাযথ, সেটা নিয়ে ভাববেন।

    গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপের তিক্ততা ক্রমেই বেড়েই চলেছে।

    গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।

    ইউরোপের নেতারা এর নিন্দা জানিয়েছেন।

    একে 'পুরোপুরি ভুল' কাজ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁও ওই পদক্ষেপকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেন।

  5. তারেক রহমানের সাথে ইইউ রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইইউভুক্ত জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন ও ইতালির রাষ্ট্রদূতরা দেখা করেছেন।

    সোমবার সন্ধ্যায় ছয়টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    এই সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য হুমায়ুন কবির, মাহাদী আমিন।

    এছাড়া বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং ও মি. রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

  6. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান এনসিপির

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

    সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। ওই বৈঠকেই এই আহ্বান জানান তিনি।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানিয়েছেন এনসিপি নেতৃবৃন্দ।

    তারা বলেন, গণভোটে “হ্যাঁ” এর পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা করছেন।

    নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে, নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা।

    প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচন সম্পর্কিত যেকোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেয়া যায়, সরকার তা নেবে। কেউ যেন আইন অমান্য না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।"

    প্রধান উপদেষ্টা আরও বলেন, "নিরপেক্ষতা নিশ্চিতের জন্যই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। এ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এ নির্বাচন দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে।"

    অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

    এছাড়া ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে বলেও জানান তিনি।

    গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবেই প্রচারণা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

  7. হাদী হত্যার বিচার নিয়ে তোপের মুখে পড়লেন আসিফ নজরুল

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার বিচার নিয়ে এবার তোপের মুখে পড়লেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    হত্যার বিচারে বিলম্বের অভিযোগে মি. নজরুলের কাছে জবাবদিহি চান নিহত হাদীর সমর্থকরা।

    সোমবার গাইবান্ধায় এক অনুষ্ঠানের মঞ্চে এ ঘটনা ঘটেছে।

    চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে মি. নজরুল ডায়াসে থাকা মাইক্রোফোনের সামনে থেকে সরে যেতে যেতে বলেন, “এভাবে তো কথা বলা যাবে না।”

    ভোটারদের আস্থা বৃদ্ধি করা, অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত ও গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা শীর্ষক এক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা এমন ঘটনার মুখোমুখি হন।

    তিনি তাদের শান্ত করতে চেয়ে মঞ্চের সামনে পোস্টার হাতে নিয়ে থাকা দুইজনকে পরে তার সাথে কথা বলতে আসার আহ্বান জানান।

    তবে, সেসময় তাদের চিৎকার করতে শোনা যায়।

    ডায়াসে থাকা মাইক্রোফোনে মি. নজরুল বলেন, “আপনাদের অনেক ব্যাপারে প্রশ্ন থাকবে যে চার্জশিট এমন কেন হলো, বিচার হচ্ছে না কেন?আসিফ নজরুল স্যারকে আমরা এতো ভালোবাসতাম উনি কী করছেন?আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য.... আপনাদের এখানে দুইটা ভাই পোস্টার নিয়ে এতোক্ষণ কষ্ট করে দাঁড়ায়ে আছে।আপনারা দুইজনে আমার সাথে আসবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব।”

    ''আপনারা কি চান যে চার্জশিট গ্রহণ করে ফেলুক, চান? চান কি না চান?'' এমন প্রশ্নও করেন আইন উপদেষ্টা।

    এরপরও হাদীর বিচারের অগ্রগতি জানতে চেয়ে উপস্থিত ব্যক্তিরা চিৎকার করতে থাকেন।

    তখন মি. নজরুল তাদের কেন দেরি হচ্ছে, চার্জশিট কোন পর্যায়ে সে বিষয়ে ব্যাখ্যা দেন।

    “ভালো করে বলি শুনেন, একটা বিচার কাজ শুরু হয় চার্জশিট দেয়ার পর। আপনারা কি চান যে চার্জশিট গ্রহণ করে ফেলুক, এটা চান? চান কিনা বলেন। হ্যাঁ বা না বলেন। চান.... এই চার্জশিট করার দায়িত্ব পুলিশের, আপনাদের তো বললাম যেদিন চার্জশিট গৃহীত হয়ে যাবে, এরপর বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না। প্রতিদিন কোর্ট বসবে” বলেন মি. নজরুল।

    এ সময় তিনি নিহত হাদীর অনুসারীদের ‘পুলিশের ব্যাপার দেখার দায়িত্ব যেই মন্ত্রণালয়ের আপনাদের যে কনসার্ন আছে, আমি কথা দিচ্ছি আপনারা যেভাবে বলেছেন আপনাদের কনসার্নটা আমি ওনাদেরকে পৌঁছে দেবো’ বলে আশ্বস্ত করেন।

  8. গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেওয়া 'পুরোপুরি ভুল' কাজ বলে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নেওয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর ওপর বাড়িত শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তা পুরোপুরি ভুল। এসব দেশের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে।

    স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যত কি হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের রয়েছে।

    তবে এর জবাবে পাল্টা শুল্ক আরোপ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, একটি বাণিজ্যযুদ্ধ কোনো পক্ষই চায় না।

    ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড দরকার। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনার কথাও জানিয়েছে হোয়াইট হাউজ।

    শনিবার ট্রাম্প বলেছেন, তার ওই পরিকল্পনার বিরোধিতাকারী দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন, যা পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পহেলা জুন নাগাদ এটি ২৫ শতাংশে বাড়তে পারে।

    এদিকে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি চিঠির কথা এখন জানা যাচ্ছে, যেখানে তিনি বলেছেন যে, যেহেতু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, তাই শুধুমাত্র শান্তির কথা ভেবে কাজ করার তার কোনো বাধ্যবাধকতা নেই, যদিও ওই পুরস্কার ছাড়াও তিনি সবসময়ে গুরুত্বপূর্ণ হিসাবেই থাকবেন।

  9. প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে এনসিপি'র প্রতিনিধি দল

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ একটি প্রতিনিধি দল।

    সোমবার বিকেল প্রায় সোয়া পাঁচটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

    এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওই কমিটির সচিব মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান আইনজীবী জহিরুল ইসলাম মুসা।

    এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

  10. সাভারের ছয় হত্যায় জড়িত সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার

    সাভারে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারে গত সাত মাসে ছয়টি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার সকালে সাভার মডেল থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

    রোববার ওই কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুইটি মরদেহ উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

    সোমবার সকালে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

    ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্যে ওই কমিউনিটি সেন্টারটির আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিলো বলে জানান তিনি।

    রোববার পোড়া মরদেহ পাওয়ার পর সিসিটিভি ফুটেজে সম্রাটের সন্দেহজনক উপস্থিতি পাওয়া গেছে বলে জানান মি. ইসলাম।

    “যাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদের মধ্যে দুইজনের মৃতদেহ ১৮ তারিখে এখানে পাই আমরা। এখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি তাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি” বলেন মি. ইসলাম।

    পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রাথমিকভাবে মশিউর রহমান সম্রাট অপরাধ স্বীকার করেছে বলে জানান মি. ইসলাম।

    অভিযুক্ত ব্যক্তি ভবঘুরের মতো চলাফেরা করতেন উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয়দের কাছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে পরিচিত তিনি।

    তবে জিজ্ঞাসাবাদে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ।

  11. বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার গুলশান কার্যালয়ে গিয়ে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

    সোমবার বিকেল তিনটা ৫৫ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত সেখানে পৌঁছালে বিএনপি চেয়ারম্যানের সাথে এক বৈঠক করেন।

    মি. ক্রিস্টেনসেনের সঙ্গে ঢাকার মার্কিন দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও সেখানে গিয়েছেন।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির এবং মাহাদি আমিন সেখানে উপস্থিত আছেন।

    গত ১২ ই জানুয়ারি মার্কিন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নিয়ে ঢাকায় পৌঁছান।

  12. নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

    এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থাকবে ১ লাখ, বাংলাদেশ নৌ-বাহিনীর ৫ হাজার, বাংলাদেশ বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ (স্থলভাগ-১ হাজার ২৫০), বাংলাদেশ পুলিশ ১ লাখ ৪৯ হাজার ৪৪৩, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩, বাংলাদেশ কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫, র‌্যাব ৭ হাজার ৭০০, এবং সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ১৩ হাজার ৩৯০ জনসহ সর্বমোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

  13. ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি

    ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে জাতীয় সংসদ নির্বাচন করবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    এই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা চেয়েছে দলটি।

    সোমবার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।

    দেশের সাধারণ মানুষকে অর্থ সহযোগিতা করার আহ্বান জানিয়ে মি. মাহমুদ বলেন, “জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে পছন্দ হয় অথবা পার্টিকে ডোনেট করুন। এই যে নির্বাচনী বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন, আমরা আপনাদের সমর্থনে নির্বাচিত হলে সংসদে গিয়ে আপনাদের ভয়েসটাই রেইজ করবো।”

    তবে অর্থ ডোনেট করার সুনির্দিষ্ট কোনো সীমা নির্ধারণ করা হয়নি এবং সকলে সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করতে পারবে বলে জানান তিনি।

  14. নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে: বিএনপি মহাসচিব

    জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় বর্তমান নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকাল ১১ টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন,‘‘নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্র যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে।”

    মি. আলমগীর রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের কথা উল্লেখ করে জানান, যে দুই – একটা সমস্যা ছিলো তা তাকে জানানো হয়েছে।

    এই নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    এছাড়া ভোটে সমান সুযোগের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে মি. আলমগীর বলেন, “এই ধরনের কোনো অভিযোগ আমাদের নেই।”

    একটি ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “আবার নতুন করে একটা ধবংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি।”

  15. রাকসু নেতা আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের মানববন্ধন

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করেছে রাবি শাখা ছাত্রদল।

    সোমবার শহরের প্যারিস রোডে একটি মানববন্ধন পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

    একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দিয়েছে এই ছাত্র সংগঠনটি।

    রোববার রাবি ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং জিয়া পরিষদের ব্যানার অপসারণ করেন রাকসুর জিএস মি. আম্মার।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩, অনুযায়ী ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ উল্লেখ করেছে ফেসবুকে পোস্ট দিয়ে এসব ব্যানার সরিয়ে ফেলতে বলেন তিনি।

    এই ঘটনাকে কেন্দ্র করে রোববারই তার মানসিক অবস্থার চিকিৎসা চেয়ে কর্মসূচি ঘোষণা করেছিলো ছাত্রদল।

    রাকসু নেতা মি. আম্মার গত কয়েক মাসে তার নানাবিধ কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে বেশ সমালোচিত হয়েছেন। এসব ঘটনার মধ্যে ছয় ডিনের নামে লেখা পদত্যাগপত্র হাতে নিয়ে তাদের বিভাগে গিয়ে খোঁজার ঘটনা সারা দেশে সমালোচনা তৈরি করে।

  16. ৩১শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ অন্তর্বর্তী সরকারের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১শে জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় বৈধ অস্ত্র সমর্পণ করতে হবে।

    একইসাথে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    তবে নির্বাচনে যেসব প্রার্থী রয়েছেন তাদের জন্য এই সিদ্ধান্ত ব্যতিক্রম করা হয়েছে।

  17. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

    সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

    মঙ্গলবার সকাল নয়টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

    ২৮ বছর পর হতে যাওয়া এই নির্বাচনটি হাইকোর্টের আদেশের কারণে চার সপ্তাহের জন্য স্থগিত হলো।

    একটি রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে।

    রোববার নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশীদ শুভ এই রিটটি দায়ের করেন।

    রিটের আবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে।

    এই পরিস্থিতিতে শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসম্মত নয়।

  18. সংখ্যালঘুদের ওপর হামলার ৬৪৫টি ঘটনার মধ্যে ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান: প্রধান উপদেষ্টার দপ্তর

    ২০২৫ সালে এক বছরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার যে ৬৪৫টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, তার মধ্যে মাত্র ৭১ টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে পুলিশের নথি পর্যালোচনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মোট ৬৪৫ টি ঘটনার তথ্য পাওয়ার কথা জানিয়ে বলা হয়েছে, সব তথ্য যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট এবং সারাদেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে।

    এতে বলা হয়েছে, পর্যালোচনায় মোট ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে, আর ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে মূল্যায়ন করা হয়েছে।

    সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা ছিল, পাশাপাশি অল্পসংখ্যক অন্যান্য অপরাধও অন্তর্ভুক্ত।

    অন্যদিকে, সংখ্যালঘু ব্যক্তি বা সম্পত্তিকে প্রভাবিত করে এমন অধিকাংশ ঘটনাই ধর্মের সঙ্গে সম্পর্কিত নয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    সেখানে বলা হয়েছে, অন্য যেসব ঘটনা ঘটেছে, তার মধ্যে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা এবং পূর্ববর্তী ব্যক্তিগত শত্রুতাজনিত ঘটনাও রয়েছে।

    সাম্প্রদায়িক ঘটনাগুলোর মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, মন্দিরে চুরি, হত্যাকাণ্ড এবং প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্টের মতো ৭১ টি ঘটনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে।

    এই প্রতিবেদনে বলা হয়েছে, “প্রতিটি অপরাধের ঘটনাই উদ্বেগজনক হলেও, তথ্য-উপাত্তের প্রমাণভিত্তিক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে, অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। যা একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নির্দেশ করে, অন্যদিকে ভীতি বা বিভ্রান্তির বদলে তথ্যভিত্তিক আলোচনার গুরুত্বকে তুলে ধরে।”

  19. গতকাল যা যা ঘটেছে:

    • গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপকে 'ব্ল্যাকমেইল' করা যাবে না। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে, এমন আটটি ইউরোপীয় দেশের ওপর তিনি শুল্ক আরোপ করতে যাচ্ছেন।
    • দেশের বিভিন্ন এলাকা ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
    • ‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার এমন মন্তব্যকে থ্রেট হিসেবে দেখছেন রাজনীতিবিদরা।
    • বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তি ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরেক শরিক দল জামায়াতে ইসলামী।
    • কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। রোববার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পর এক ব্রিফিং এ এ কথা বলেন তিনি।
    • গণভোটে সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন ও প্রচারের ফলে প্রশাসনের নিরপেক্ষতা ইস্যুতে প্রশ্ন ওঠার কারণে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।
    • নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকাল এগারোটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে তিন অভিযোগে এই অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতা - কর্মীরা।
    • ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শাসানোর ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    • আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরীক হিসেবে সমঝোতায় পাওয়া ২৭ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • ব্রাহ্মণবাড়িয়া - ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং মব সৃষ্টির অভিযোগ করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার। অন্যদিকে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার।
  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে