মাওলানা সাদ কান্দিলভি বিশ্ব ইজতেমায় যাবেন নাঃ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

ছবির উৎস, বিবিসি
তাবলীগ জামাতের দুই অংশের নেতাদের নিয়ে বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভি বিশ্ব ইজতেমায় যাবেন না।
তিনি বিবিসিকে জানিয়েছেন, মাওলানা কান্দালভি কাকরাইল মসজিদেই অবস্থান করবেন। বিশ্ব ইজতেমা শেষ হওয়ার পর তিনি দিল্লি চলে যাবেন।
তাঁর ঢাকায় আগমনের প্রতিবাদে সংগঠনটির একাংশের বিক্ষোভের মুখে দুই অংশের নেতাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে বসেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়।
আরো পড়তে পারেন:
বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ভারতীয় উপমহাদেশের সুন্নি মুসলিমদের বৃহত্তম সংগঠনটির কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা সাদ এখন কড়া পুলিশী পাহাড়ায় কাকরাইল মসজিদে অবস্থান করছেন।

ছবির উৎস, বিবিসি
তার আগমনের বিরোধিতা করে আজ সকালে রাজধানী ঢাকার কাকরাইল মসজিদে বিক্ষোভ শুরু করেন তাবলীগ জামাতের একাংশের বেশ কয়েকশো অনুসারী। যদিও এই সংগঠনের একটি অংশ তার যোগদানের পক্ষে ছিল।
পরে পুলিশের বাধায় প্রথমে প্রেসক্লাবের সামনে এবং এখন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সামনে তারা অবস্থান করেন।
তাবলীগ জামাতের দিল্লির নিজামউদ্দিন থেকে বুধবার ঢাকায় আসেন মাওলানা সাদ কান্দলভি। তখন থেকেই বিমানবন্দরের সামনে বিক্ষোভ শুরু করে তাবলীগ জামাতের একটি অংশ।
এক পর্যায়ে বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশের পাহারায় মাওলানা সাদকে বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার থেকে গাজীপুরের টঙ্গিতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেখানে যোগ দিচ্ছেন দেশবিদেশের কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম।
বিবিসি বাংলার আরো খবর:








