আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ঢাকা উত্তরে মেয়র নির্বাচন ২৬শে ফেব্রুয়ারি: ইসি
বাংলাদেশের নির্বাচন কমিশন আগামী ২৬শে ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচনের কথা ঘোষণা করেছে।
পাশাপাশি কমিশন বলছে, একই দিনে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চলে যুক্ত হওয়া ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদেও নির্বাচন হবে।
বৃহস্পতিবার ঢাকায় এক বৈঠকের পর ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আগামী ৯ই জানুয়ারি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে।
গত বছর ৩০শে নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা যান।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালের ২৮শে এপ্রিল।
এতে আওয়ামী লীগের সমর্থনপুষ্ট প্রার্থী আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
আরো দেখুন: