আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রাশিয়ার নির্বাচনে পুতিনকে চ্যালেঞ্জ করতে পারবেন কি নাভালনি?
আগামী রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মাঠে নামতে চান বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি।
কিন্তু তিনি কি তা পারবেন? এটাই রাশিয়ায় এক বড় প্রশ্ন হয়ে উঠেছে।
কিন্তু এ পথে বাগড়া দিয়েছেন রুশ নির্বাচনী কর্মকর্তারা। তারা ইতিমধ্যেই রুলিং দিয়ে দিয়েছেন যে নাভালনি নির্বাচন করার অযোগ্য কারণ তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তবে আলেক্সেই নাভালনির কথা হলো, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
মনে করা হচ্ছে রাশিয়ায় নাভালনিই হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে হারাতে পারলেও পারতে পারেন।
তিনি যাতে প্রার্থী হতে পারেন যে জন্য রাশিয়ার ২০টি শহরে মি. নাভালনির সমর্থকরা সমাবেশ করছেন, এবং স্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছেন যাতে তাদের দাবি অনুযায়ী নির্বাচনের জন্য নাভালনিকে নাম নিবন্ধন করতে দেয়া হয়।
বলা হচ্ছে, ৪১ বছর বয়স্ক মি. নাভালনিকে ২০টি শহরের ৫০০ লোকের মনোনয়ন পেতে হবে। এই সমর্থন পেলে তিনি নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করতে পারবেন - যাতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া হয়।
নির্বাচনে পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেকজন প্রার্থী আছেন বটে - তিনি হলেন টিভির অনুষ্ঠান উপস্থাপিকা কসেনিয়া সোবচাক - সমাজের উচ্চ মহলে তার ঘোরাফেরা।
তবে নাভালনি সহ অনেকের কথা, ইনি আসলে ক্রেমলিনের তাঁবেদার ।
মি. নাভালনি ২০১১-১২ সালে পুতিন-বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন, এ কারণে 'অননুমোদিত বিক্ষোভ আয়োজনের অপরাধের' জন্য তিনি তিন বার জেলও খেটেছেন।
মনে রাখতে হবে রাশিয়ায় কোন কোন অংশের যতই সমালোচনা থাকুক, ভ্লাদিমির পুতিনের পক্ষে ব্যাপক জনসমর্থন আছে, এবং এটা প্রায় নিশ্চিত যে তিনি সহজেই নির্বাচনে জিতবেন।
কিন্তু মি. নাভালনির কথা, অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে তিনি পুতিনকে হারাতে পারবেন।
ভ্লাদিমির পুতিন এবার চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হবার লড়াইয়ে নামছেন। এতে সফল হলে জোসেফ স্তালিনের পর তিনিই হবে রাশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রুশ নেতা।
আরও পড়তে পারেন: