বাংলাদেশের প্রধান বিচারপতির পদত্যাগপত্র ১০ তারিখ থেকেই কার্যকর হয়েছে

ছবির উৎস, BANGLADESH SUPREME COURT
বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন । এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।
তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি গত রাতে প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেন । সংশ্লিষ্ট কাগজপত্র এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গত অক্টোবর মাসে ১০ ই নভেম্বর পর্যন্ত ছুটি নিয়ে বিদেশ যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের চাপের মুখে ছুটি নিয়ে বিচারপতি সিনহা বিদেশে যান বলে অভিযোগ রয়েছে।
প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিচারপতি সিনহার ছুটির শেষ দিন ছিল ১০ই নভেম্বর। সেদিনই বঙ্গভবনে তাঁর পদত্যাগপত্র এসে পৌঁছেছিল, এখন ১০ তারিখ থেকেই তাঁর পদত্যাগপত্র কার্যকর করা হয়েছে।
যদিও বিচারপতি সিনহার পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।




