আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পাঞ্জাবে কোরানের পাতা পোড়ানোর অভিযোগে খ্রিস্টান কিশোর গ্রেপ্তার
পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, পাঞ্জাব প্রদেশে একটি মাজারের কাছে কোরানের পাতা পোড়ানোর অভিযোগে একজন খ্রিস্টান কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় পুলিশ বলছে, আসিফ মাসিহ নামের ১৮ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ আনা হয়েছে।
'১২ই অগাস্ট রাতে পুলিশের কাছে অভিযোগ আসে যে প্রদেশের একটি মাজারের সামনে পবিত্র কোরান পোড়াচ্ছে এক খ্রিস্টান কিশোর' -বার্তা সংস্থা এএফপিকে বলে পুলিশ কর্মকর্তা আসগর আলী।
স্থানীয় পুলিশ কর্মকর্তা পারভেজ ইকবাল এ ঘটনা তদন্ত করে দেখছেন।
মি: ইকবাল জানান 'ওই কিশোরকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন এক চেকপোস্টের পাশে প্রায় দুইশোর মতো মানুষের ভিড় জমেছিল। তারা বলছিল অভিযুক্ত ওই কিশোরকে যেন তাদের হাতে দিয়ে দেয়া হয়'।
'আমরা পরে অনেকটা গোপনেই কিশোরকে ওয়াজিরাবাদ পুলিশ স্টেশনে নিয়ে আসি। সেখানে জিজ্ঞাসাবাদে আসিফ মাসিহ তার দোষ স্বীকার করে' -জানান মি: ইকবাল।
আদালতের বিচারে অপরাধ প্রমাণিত হলে ওই কিশোরের মৃত্যুদণ্ডও হতে পারে।
তবে মি. মাসিহর বাবা বলেছেন, তাঁর সন্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: