'অনৈসলামিক' বিবেচনায় ডেসপাসিতো সেন্সর করলো মালয়েশিয়া

ছবির উৎস, UNIVERSAL MUSIC
জনপ্রিয় গান 'ডেসপাসিতো'-র 'উত্তেজক' কথা নিয়ে অভিযোগ পাবার পর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে গানটির সম্প্রচার নিষিদ্ধ করেছে।
দেশটির একজন সিনিয়র মন্ত্রী বলেছেন, গানটি তারা অনৈসলামিক হিসেবে বিবেচনা করছেন।
মালয়েশিয়ার সেন্সরশিপ আইন খুবই কড়া এবং এর আগেও তারা স্পর্শকাতর বিভিন্ন অডিও-ভিডিও নিষিদ্ধ করেছে।
পুয়ের্তো রিকোর গায়ক লুইস ফনসির গাওয়া ডেসপাসিতো গানটি কিছুদিন আগেই অনলাইনে সবচেয়ে বেশি শোনা গান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। মাত্র ৬ মাসের মধ্যে ৪৬০ কোটি বার শোনা হয়েছে সেই গান।
"মানুষের অভিযোগের কারণে সরকারী মালিকানাধীন সম্প্রচারকেন্দ্র থেকে ডেসপাসিতো বাজানো হবে না" এএফপি সংবাদ সংস্থাকে বলেন মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী সালেহ সাঈদ।
"গানের কথাগুলো শোনার জন্য উপযুক্ত নয়" তিনি বলেন।

ছবির উৎস, UNIVERSAL MUSIC
এর মধ্যে বেসরকারি রেডিও স্টেশনগুলোকেও "সেলফ-সেন্সরশিপ করতে উদ্বুদ্ধ" করা হচ্ছে বলে তিনি জানান।
মালয়েশিয়ার বিরোধী ইসলামিক দল, পার্টি আমানাহ নেগারা এর আগে স্প্যানিশ এই গানটির 'যৌন আবেদনময়' বিষয়বস্তুর কারণে সরকারের প্রতি গানটি সেন্সর করার আহ্বান জানায়।
দলটির মহিলা উইংয়ের প্রধান, আর্তিজা উমর ঐ সঙ্গীতকে "পর্ন" হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন যে গানটি শিশুদের জন্য উপযুক্ত নয়।








