পর্তুগাল হেরে যাবার পর রোনাল্ডো স্বীকার করলেন তিনি বাবা হয়েছেন

২৮শে জুন ম্যাচ হারার পর রোনাল্ডো

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সদ্যোজাত যমজ সন্তান দেখতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমেরিকা রওনা হয়েছেন বলে খবর

রাশিয়ায় কনফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগাল টিম হেরে যাবার কয়েক ঘন্টা পর তিনি তার যমজ সন্তান জন্মের খবর ঘোষণা করেন।

গত কয়েকদিন ধরে পর্তুগালের সংবাদমাধ্যমগুলোতে খবর বেরচ্ছিল যে আমেরিকায় একজন সারোগেট মা তার দুই যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

কিন্তু চিলের কাছে পেনাল্টিতে তার জাতীয় দল হেরে যাবার পর তিনি খবরটি স্বীকার করে ঘোষণা দিলেন।

wFacebook -এ রোনাল্ডো বলেছেন : ''আমার বাচ্চাদের প্রথমবারের মত দেখতে যাছি - আমি দারুণ খুশি।''

আগেই একটি ছেলে রয়েছে রোনাল্ডোর - নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুনিয়র। জন্ম ২০১০ সালের জুন মাসে।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনাল্ডো তার মেসেজ শুরু করেছেন এই বলে যে সন্তান জন্মের খবর পাওয়ার পরেও তিনি "দেহ-মন'' দিয়ে জাতীয় দলের জন্য খেলেছেন, কিন্তু ''দুঃখজনক যে আমরা খেলায় আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছি।''

তার যমজ সন্তান সম্পর্কে খুব একটা কিছু জানা যায় নি। তবে পর্তুগাল থেকে অসমর্থিত খবরে বলা হচ্ছে ৮ই জুন তার যমজ সন্তান জন্মেছে- কনফেডারেশন কাপ শুরু হবার অনেক আগেই। দেশটির একটি টিভি চ্যানেলে বলা হয়েছে যমজ সন্তানেদের একটি ছেলে ও অন্যটি মেয়ে- তাদের নাম এভা আর মাতেও।

অন্যান্য খবরে আরও বলা হয়েছে রোনাল্ডোর মা ডলোরিস অ্যাভেইরো শিশু দুটি জন্মানোর পরই আমেরিকা চলে গেছেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে কনফেডারেশন কাপের আগে রোনাল্ডো তাদের জানিয়েছিলেন তিনি আবার বাবা হয়েছেন। কিন্তু তিনি রাশিয়ায় টিমের সঙ্গে খেলতে যেতে চান। ফেডারেশন বলেছে তার এই সিদ্ধান্তকে তারা মনে করে ''খুবই প্রশংসাযোগ্য এবং উল্লেখ করার মতো।''

তেসরা জুন ইউএফা চ্যাম্পিয়ানস লিগে রিয়াল মাদ্রিদের বিজয়ের পর

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, তেসরা জুন ইউএফা চ্যাম্পিয়ানস লিগে রিয়াল মাদ্রিদের বিজয়ের পর প্রেমিকা জর্জিনা রডরিগাজ ও ছেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুনিয়রের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

রোনাল্ডো রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলছেন না এবং আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পর্তুগাল ফুটবল ফেডারেশন বলছে, ''তাকে দল থেকে ছাড়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি যাতে তিনি নবজাতকদের কাছে যেতে পারেন।''

বৃহস্পতিবার ভোরে তিনি আমেরিকার পথে পাড়ি জমিয়েছেন।

পর্তুগালের সংবাদমাধ্যমে এখন জোর গুজব রোনাল্ডোর দীর্ঘদিনের প্রেমিকা মডেল জর্জিনা রডরিগাজও সন্তানসম্ভবা।

রোনাল্ডো সোশাল মিডিয়ায় তার প্রেমিকার পেটের ওপর হাত রেখে দুজনের ঘনিষ্ঠ এই ছবিটি পোস্ট করার পর থেকে এই গুজব ছড়িয়েছে।

গত মাসে ২৬শে মে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার প্রেমিকা জর্জিনা রডরিগাজের সঙ্গে এই ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে।

ছবির উৎস, PA/Cristiano Ronaldo

ছবির ক্যাপশান, গত মাসে ২৬শে মে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার প্রেমিকা জর্জিনা রডরিগাজের সঙ্গে এই ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে।