বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে 'হামলা'র অভিযোগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবির উৎস, BNP media wing

ছবির ক্যাপশান, মি: আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

বাংলাদেশে অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রিংকু বিবিসি বাংলাকে জানিয়েছেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা রাঙ্গামাটি যাবার পথে আজ সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গাড়িবহরে দশ থেকে বারোজন বিএনপি নেতা ছিলেন।

মি: আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

এ ঘটনার পর বিএনপির ওই প্রতিনিধিদল রাঙ্গামাটি না যেয়ে চট্টগ্রাম শহরে ফিরে যাচ্ছেন।

মি: ইসলাম জানিয়েছেন চট্টগ্রাম ফিরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানাচ্ছেন, হামলার বিষয়ে তাকে জানানো হলেও দলের পক্ষ থেকেআনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

তিনি জানান, "মির্জা ফখরুলের অন্য রুট দিয়ে রাঙ্গামাটি যাবার কথা ছিল। কিন্তু তারা রুট বদল করে যাচ্ছিলেন বলে সেই খানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি"।

তবে চট্টগ্রাম ফিরে যাবার পথে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুন: