আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রমজানে রোজা না রাখায় জেলে যেতে হলো ধুমপায়ীকে
রমজান চলাকালে তিউনিসিয়ায় প্রকাশ্যে ধুমপান করার কারণে এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ ঘটনার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিজের্তে শহরে এ ঘটনাটি ঘটেছে।
'পাবলিক প্লেসে অভদ্র আচরণের' দায়ে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, আদালতের এমন রায় ব্যক্তিগত স্বাধীনতাকে 'চরমভাবে ক্ষুণ্ন' করেছে।
রমজান মাসেও যেন প্রকাশ্যে পানি ও খাবারদাবার গ্রহণ করা যায় এই দাবি আদায়ে রোববার বহু মানুষ রাজধানী তিউনিসে বিক্ষোভ করে।
প্রায় দুই সপ্তাহ আগে, জনসম্মুখে খাওয়ার জন্য চার ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
অ্যামনেস্টি বলছে, রমজান মাসে প্রকাশ্যে খাওয়া যাবে না বা ধুমপান করা যাবে না, এমন কোনো আইন তিউনিসিয়ায় নেই।
"প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্মবিশ্বাস মেনে জীবন যাপন করার" বিবৃতিতে বলছে অ্যামনেস্টি।
আরো পড়ুন: