নিউইয়র্কে বাংলাদেশী কূটনীতিক গ্রেপ্তার: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবির উৎস, BD gov website

ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউ ইয়র্কে বাংলাদেশী কূটনীতিককে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিককে গ্রেপ্তারের ঘটনাটি কনস্যুলার সম্পর্ক বিষয়ক ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশনের পরিষ্কার লঙ্ঘন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য' অ্যাফেয়ার্সের কাছে এ ব্যপারে প্রতিবাদ জানানো হয়েছে।

এছাড়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও বিষয়টি নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০১৬ সালের মে মাসে ঐ কূটনীতিকের বাড়ি থেকে যখন গৃহকর্মী নিখোঁজ হয়, তখনই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল।

কিন্তু গত ১৩ মাসে বিষয়টি নিয়ে এই কূটনীতিককে গ্রেপ্তারের আগ পর্যন্ত কোন ধরণের অগ্রগতি জানানো হয়নি বাংলাদেশকে।

১২ই জুন গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এর আগে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান বলেছেন, তারা মনে করেন অভিযোগকারী ব্যক্তি যুক্তরাষ্ট্রে স্থায়িভাবে বসবাসের আশায় এ ধরনের অভিযোগ করেছেন, যা সত্য নয়।

আরো পড়ুন: