ম্যাক্রঁ জ্বরে বদলে গেছে ফ্রান্সের রাজনৈতিক পট

ছবির উৎস, EPA
মাত্র এক বছর আগে প্রায় অখ্যাত এক রাজনীতিক ইমানুয়েল ম্যাক্রঁ সোশ্যালিস্ট পার্টি থেকে বেরিয়ে চালু করেন লা রিপুবলিক অঁ মাশ (এলআরইএম) নামে তার দল। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সেই নতুন দল সংসদ নির্বাচনে প্রায় দু-তৃতীয়াংশ আসন জিততে চলেছে।
প্রথম দফার ভোটে ফ্রান্সের ৫৭৭ আসনের ৪৪৫ টি জিততে চলেছে প্রেসিডেন্ট ম্যাক্রঁর দল এবং তাদের ছোট একটি শরিক।
পাশাপাশি, সোশ্যালিস্ট পার্টি- যারা গত মাস পর্যন্ত ফ্রান্সের ক্ষমতায় ছিলো- তারা প্রায় ২০০ আসন হারিয়েছে। মি ম্যাক্রনের এলআরইএম যেখানে ৩২.৩ শতাংশ ভোট পেয়েছে, সোশালিস্টদের ভোট ১০ শতাংশেরও নীচে নেমে গেছে।
বহু বড় বড় নেতা প্রথম দফার ভোটে রাজনীতিতে অনকোরা নবাগতদের কাছে হেরেছেন।
প্যারিসে বিবিসির হিউ শোফিল্ড লিখছেন, মি ম্যাক্রঁ ফ্রান্সের রাজনীতির মানচিত্র আমূল বদলে দিয়েছেন। "অবশ্যই ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন, কিন্তু স্বীকার করতেই হবে সঠিক সময়ে সঠিক জায়গায়, সঠিক পদক্ষেপ নিতে পরেছেন তিনি।"

ছবির উৎস, AFP
রোববারের দ্বিতীয় দফার ভোটে যদি ফলাফল অপরিবর্তিত থাকে তাহলে ফ্রান্সের সংসদে মি ম্যক্রঁর দলের সংখ্যাগরিষ্টতা এতটাই হবে যে শেষবার ফ্রান্সে এটি চার্লস দ্য গল করতে পেরেছিলেন ১৯৫৮ সালে।
সংসদে কয়েকশ একদম নতুন মুখ আসবে যারা সংসদীয় বিতর্কে তো দুরে থাক, কোনো ধরনের বিতর্কেই কখনো অংশ নেননি।
অবস্থা দেখে, ফ্রান্সের পুরনো রাজনৈতিক দলগুলো ভোটারদের সাবধান করছে সংসদে অতিরিক্ত সংখ্যাগরিষ্ঠতা মি ম্যাক্রনকে স্বৈরাচারি করে তুলতে পারে।








