সমকামীদের ডেটিং অ্যাপ বন্ধ করলো চীন

সমকামীতা চীনে অবৈধ নয়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সমকামীতা চীনে অবৈধ নয়।

সমকামীদের জন্য চীনের একটি ডেটিং অ্যাপ দেশটির কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।

'রিলা' নামে ঐ অ্যাপের ৫০ লক্ষের বেশি ব্যবহারকারী ছিল।

রিলা অ্যাপটি এখন অ্যান্ড্রয়েড বা অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না। তাছাড়া এটার ওয়েব সাইট ডিলিট করা হয়েছে।

কিন্তু এসব করার কারণ কী?

কেন এটা বন্ধ করা হয়েছে সেটা এখনো পরিষ্কার না।

গত সপ্তাহে এর ব্যবহারকারীরা হঠাত আবিষ্কার করেন যে অ্যাপটি তারা ব্যবহার করতে পারছেন না।

সমকামীতা নিয়ে রক্ষণশীল মনোভাব লক্ষ্য করা যায় দেশটিতে।

ছবির উৎস, Thinkstock

ছবির ক্যাপশান, সমকামীতা নিয়ে রক্ষণশীল মনোভাব লক্ষ্য করা যায় দেশটিতে।

তবে রিলা'র পক্ষ থেকে বলা হয়েছে " রিলা সব সময় তোমাদের সাথে ছিলো এবং ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো"।

রক্ষণশীল মনোভাব:

চীনের রাষ্ট্রীয় ইন্টারনেট রেগুলেটরি সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চাইনা এই বিষয়ে কোন মন্তব্য করেনি।

সমকামীতা চীনে অবৈধ নয়। তবে ২০০১ সাল পর্যন্ত সমকামীতাকে মানসিক অসুস্থতা হিসেবে দেখা হতো।

এবং এখনো এর বিরুদ্ধে একটা রক্ষণশীল মনোভাব লক্ষ্য করা যায় দেশটিতে।