আবারো স্থগিত করা হয়েছে মৌলভীবাজারে জঙ্গি বিরোধী অভিযান

বাংলাদেশের মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় পুলিশের জঙ্গি বিরোধী অভিযান আবারও স্থগিত করা হয়েছে।
কাউন্টার-টেরোরিজম পুলিশ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন যে অন্ধকার হয়ে যাওয়ার কারণে রাতের মতো অপারেশন স্থগিত করা হলেও আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে আগামীকাল শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে।
বুধবার সকাল থেকে মৌলভীবাজারে যে দুটো বাড়ি ঘিরে রাখা হয়েছিল, বড়হাট এলাকার বাড়িটি তার একটি।
অন্যদিকে, নাসিরপুরের বাড়িটিতে চালানো অভিযান গতকাল সমাপ্ত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছিল যে সোয়াটের অভিযানের সময় সেখানে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়, ফলে ঐ বাড়িতে থাকা ৭/৮ জন নিহত হয়।
তবে আজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সেখানে সাত জনের মৃত্যু ঘটেছে, যার মধ্যে চারটিই শিশু।
বড়হাট এলাকায় বাড়িতে চালানো অভিযান সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ঐ বাড়িটিতে যারা অবস্থান করছেন, তারা এই মধ্যে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন।
তিনি বলেন, যখনই সোয়াটের দল অপারেশন শুরু করতে গিয়েছে, তখনই তারা বিস্ফোরণ ঘটিয়েছে। তাই আমরা ধারণা করছি যে তাদের কাছে প্রচুর বিস্ফোরক রয়েছে।
"এই বাড়িটিতে অপারেশন একটু জটিল, কেননা যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেখানে অনেকগুলো কামরা রয়েছে এবং আরও একটি নির্মাণাধীন বিল্ডিং রয়েছে।"
এই কারণে অভিযানটি শেষ করতে আরও সময় লাগবে বলে জানান মি. ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঐ বাড়ির ভেতরে কয়জন আছে তা এখনো তারা জানতে পারেননি, তবে একাধিক ব্যক্তির অস্তিত্ব পাওয়া গেছে।








