মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান চলছে, গুলি আর বিস্ফোরণের শব্দ

ছবির উৎস, বিবিসি
মৌলভীবাজারের ফতেহপুরের জঙ্গি আস্তানার আশপাশের বাড়িঘর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
বেলা এগারটার পর থেকে অভিযানও শুরু হয়েছে ।
এরপর থেকে মাঝে মধ্যেই গুলি আর বিস্ফোরণেরআওয়াজ শোনা যাচ্ছে।
এর আগে সকাল সাড়ে দশটায় জেলার পুলিশ সুপার মো: রাশেদুল ইসলাম বিবিসিকে জানান অভিযান চলছে কিন্তু আবহাওয়া কিছুটা খারাপ হওয়ায় এটি শেষ হতে সময় লাগবে।
স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন বৃষ্টি বন্ধ হলে বেলা বারটার দিকে অভিযান শুরু হয়।
কাছাকাছি রয়েছেন ক্রাইমসিন ও সিআইডির কর্মকর্তারা।
ওদিকে শহরের বরহাটে আরেকটি জঙ্গি আস্তানাকে একই ভাবে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে বারো ঘণ্টার বেশি সময় ঘিরে রাখার পর ফতেহপুরের জঙ্গি আস্তানায় বুধবার অভিযান শুরু করা হয়েছিলো।
একসময় ব্যাপক গোলাগুলির শব্দও শোনা যায়।
যে দুটি বাড়িতে অভিযান চলছে তার মালিক একই ব্যক্তি।
আরও পড়ুন :
স্থানীয় সাংবাদিকরা বলছেন আজ ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে।
অনেক জায়গায় রাস্তায় গাছ পড়ে আছে।
পুলিশ বলছে মূলত আবহাওয়া পুরোপুরি অনুকুলে এলেই জঙ্গি আস্তার ভেতরে অপারেশন শুরু হবে।
জঙ্গি আস্তানা ঘিরে এ অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন হিটব্যাক"।
ওদিকে কুমিল্লার কোটবাড়ীতেও জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ।
আজ সেখানে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন শেষ হলে সেখানে অভিযান শুরুর কথা জানানো হয়েছে।








