সিলেট অভিযানে দুই জঙ্গি নিহত: সেনাবাহিনী

ছবির উৎস, SHAKIR HOSSAIN
সিলেটে অভিযান নিয়ে সেনাবাহিনী কিছুক্ষণ আগে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছে, বাড়িটির ভেতরে থাকা দুজন জঙ্গি নিহত হয়েছে।
তবে বাড়িটির ভেতর আরও কয়েকজন 'জঙ্গি' থাকতে পারে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় 'আতিয়া মহল' নামে এক বাড়িকে ঘিরে সেনাবাহিনী এবং পুলিশের সম্মিলিত অভিযান অব্যাহত রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের জানান- "দুজনকে দৌড়ানো অবস্থায় দেখে কমান্ডোরা গুলি ছুড়েছে। দুজনের মৃত্যু নিশ্চিত। ধারণা করছি নিহত দুজনই পুরুষ। আর একজনের পরনে সুইসাইডাল ভেস্ট ছিল। তাদের কাছে প্রচুর বিস্ফোরক আছে, সুইসাইডাল ভেস্টও আছে"।
"অনেক কৌশল অবলম্বন করে অভিযান চালানো হচ্ছে। কারণ ভেতরে থাকারা জঙ্গিরাও কৌশল পাল্টাচ্ছে। এখনও বাড়িটিতে একাধিক জঙ্গি রয়েছে। তাই বলা যাচ্ছে না, অভিযান কখন শেষ হবে"- বলেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
এরা কারা বা কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে গোয়েন্দারা জানার চেষ্টা করছে এবং পরেএ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
সিলেটে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শনিবার সন্ধ্যা ও রাতে দু দফা বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে।
বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন র্যাব, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই। গুরুতর আহত র্যাবের দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।
আরো পড়ুন:

ছবির উৎস, Shakir hossain








