লিবিয়ার সাগরতীরে ভেসে এসেছে ৮৭টি মৃতদেহ

লিবিয়া ইউরোপ

ছবির উৎস, IFRC MENA

ছবির ক্যাপশান, সাগরের তীরে মৃতদেহের সারি

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ - যারা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়।

কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। মনে করা হচ্ছে মৃত ব্যক্তিরা সম্ভবত ইতালি যাবার চেষ্টায় নৌকায় উঠেছিল।

আশংকা করা হচ্ছে, আরো কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে - কারণ এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে লোক ওঠে।

মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে।

লিবিয়া ইউরোপ
ছবির ক্যাপশান, লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি যাবার চেষ্টায় গত বছর ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে

মৃতদেহগুলো এখন কবর দেবার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে।

গত কয়েক মাসে চোরাই পথে ইউরোপে যাবার চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।

গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়।