সিরাজগঞ্জে সাংবাদিকের মৃত্যু: আরো ৫ জন গ্রেফতার

    • Author, আহ্‌রার হোসেন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন স্থানীয় সাংবাদিক নিহত হবার ঘটনায় পুলিশ আজ আরো পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে আহত হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম শিমুল।

স্থানীয় পৃলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, প্রাথমিক তদন্তে তারা যে তথ্য পেয়েছেন তাতে ধারণা করা হচ্ছে, বিবদমান দুই গ্রুপের একটিতে ছিলেন পৌর মেয়র হালিমুল হক, এবং তার বন্দুক থেকেই গুলি করা হয়েছিল।

এটি মি. হকের লাইসেন্সকৃত বন্দুক এবং সংঘর্ষের সময় শুধু ওই বন্দুকটি থেকেই গুলি ছোঁড়া হয় বলে পুলিশ জানতে পেরেছে।

আজ গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশ বিশেষ কিছু জানায় নি। তবে আভাস দেয়া হয়েছে, এরা সবাই ঘটনাস্থলে ছিল।

গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এই খবর বাড়িতে এসে পৌঁছানোর পর মারা যান ঐ সাংবাদিকের নানী ৯০ বছরের বৃদ্ধা রোকেয়া বেগম।

ওই ঘটনার ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সেখানকার পৌর মেয়র হালিমুল হকের দুই ভাইকে পুলিশ গ্রেফতার করে গতকালই। আজ আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার প্রতিবাদে আজ শাহজাদপুরে অর্ধদিবস হরতাল পালিত হয়।