আমার বাবাকে হত্যা করা হয়েছে: মাইকেল জ্যাকসনের মেয়ে

ছবির উৎস, Getty Images
মার্কিন সংগীত তারকা মাইকেল জ্যাকসনের একমাত্র মেয়ে, প্যারিস জ্যাকসন বিশ্বাস করেন, তার বাবাকে হত্যা করা হয়েছে।
রোলিং স্টোন ম্যাগাজিনে দেয়া প্রথমবারের মতো একান্ত সাক্ষাৎকারে প্যারিস জ্যাকসন বলেছেন, ''২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়টি ছিল একটি 'ষড়যন্ত্র'। ''
২০০৯ সালে অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের। পরে অনিচ্ছাকৃত মানবহত্যার অভিযোগে তাঁর চিকিৎসক কনরাড মারেকে দোষী সাব্যস্ত করা হয়।
সে সময় প্যারিসের বয়স ছিল মাত্র ১১ বছর।
আরো পড়ুন:

ছবির উৎস, ROLLING STONE
তবে প্যারিস বলছেন, ''এর পেছনে আরো অনেক ঘটনা রয়েছে। তিনি প্রায়ই ইঙ্গিত দিতেন যে, তার পেছনে অনেক মানুষ লেগেছে। একপর্যায়ে তিনি বলতেন, ওরা একদিন আমাকে মেরে ফেলবে।''
মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে কিনা, সাক্ষাৎকার গ্রহণকারী জানতে চাইলে প্যারিস জ্যাকসন উত্তর দেন, ''অবশ্যই। কারণ এটাই সত্যি। সবগুলো তীর ওদিকেই নির্দেশ করে। এটা যেন কন্সপারেন্সি থিওরির মতো একটা ব্যাপার...... তবে তার সব ভক্ত আর পরিবারের সবাই জানে, এটা ছিল একটি ষড়যন্ত্র।''
প্যারিস জ্যাকসন বলছেন, অনেকেই তার বাবার মৃত্যু চাইতো। তাদের বিচারের আওতায় আনতে এখন তিনি দাবার চাল দিতে যাচ্ছেন।
যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি।








