১৪ মাস পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ

সাকিব আল হাসান অ্যালেস্টার কুকের উইকেট নেয়ার পর দলের উচ্ছ্বাস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সাকিব আল হাসান অ্যালেস্টার কুকের উইকেট নেয়ার পর দলের উচ্ছ্বাস

বাংলাদেশের চট্টগ্রামে আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ।

এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশ আবার টেস্ট খেলছে। যদিও এই সময়ের মধ্যে ইংল্যান্ড খেলেছে ১৬টি টেস্ট।

এর আগে তিনম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিং নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালেস্টার কুক।

বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হচ্ছে সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির। প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন শফিউল ইসলাম।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট ম্যাচেই ইংল্যান্ডের হয় ১৩৩টি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড হচ্ছে অ্যালেস্টার কুকের। এর আগে অ্যালেক স্টুয়ার্টের ঝুলিতে ছিল এই রেকর্ড।

প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড

মি: কুক বলেছেন, ভিন্ন কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়া ইংলিশ খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং বিষয়।

টেস্টে ভালো খেলার প্রতিই জোর দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম, তবে সেজন্য তিনি ব্যাটসম্যানদের কাছে বড় ইনিংস চান।

ইংল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত ৮টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, কোনটিতেই জয় বা ড্রয়ের মুখ দেখেনি।

সর্বশেষ ২০১০ সালে দুই দেশ টেস্টে মুখোমুখি হয়েছিল।

চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন, বুধবারের ছবি।

ছবির উৎস, focusbangla

ছবির ক্যাপশান, চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন, বুধবারের ছবি।